মানুষের জীবন যে কি পরিমানে অপ্রত্যাশিত তা কেও বলতে পারবে না। আজকে আছি কালকে নেই। এবারে সেরকমই ক্রিকেট জগতে পড়ল শোকের ছায়া। জনপ্রিয় ক্রিকেটার ইরফান পাঠানের খুব কাছের মানুষের হঠাৎ চলে যাওয়ায় স্তব্ধ ইরফান। মাত্র ২২ বছরের তরতাজা প্রানকে এভাবে চলে যেতে হবে কেও ভাবতেও পারেনি নি।
চলতি টি-২০ বিশ্বকাপে ক্রিকেট পণ্ডিতের ভূমিকায় রয়েছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। নিউ ইয়র্কের পালা শেষ করে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ এখন ওয়েস্ট ইন্ডিজে। আর এখানেই ঘটলো অঘটন।
ইরফানের সঙ্গে তার ব্যক্তিগত মেক-আপ আর্টিস্ট ফয়জ আনসারি সকল জায়গাতেই যেতেন। সেই মত এই বারের বিশ্বকাপের সিরিজেও সঙ্গী ছিলেন তিনি। কিন্তু হঠাৎই জানা যায় ওয়েস্ট ইন্ডিজের এক সুইমিং পুলে ডুবে মারা গেছেন তিনি।
উত্তরপ্রদেশের বিজনৌর জেলার নাগিনা শহরের বছর বাইশের ছেলে ফয়জ। পেশাগত কারনেই মুম্বইতে এসে নিজের সালোঁও শুরু করেছিলেন। আর সেখানে নিয়মিত ইরফানের যাওয়া আসা থেকেই ফয়জের কাজ ভালোলেগে যাওয়ায়, ইরফান তাঁকে ব্য়ক্তিগত মেক-আপ আর্টিস্ট হিসেবে নিয়োগ করেন। এমনকি ইরফান আন্তর্জাতিক সফরে গেলেও ফয়জকে নিয়ে যেতেন। আর তার এই হঠাৎ চলে যাওয়ায় বাকস্তব্ধ ইরফান।
ফয়জ এর তাঁর তুতো মহম্মদ আহমেদ জানিয়েছেন যে, ইউএসএ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও পাঠানের রূপসজ্জার দায়িত্বও সামলেছেন ফয়জ। গত ২১ জুনের সন্ধ্য়ায় ওয়েস্ট ইন্ডিজের এক হোটেলের সুইমিং পুলে ডুবে মারা যান ফয়জ। তিনি আরো কিছু খারাপ খবর দেন।
তিনি বলেন, ফয়জ মাত্র দু’মাস আগেই বিয়ে করেছিলেন। ফয়জের স্ত্রী ও পরিবারকে এখন আর সামলানো তাই খুব মুশকিল হয়ে পড়েছে।
এমত অবস্থায় এও জানা যাচ্ছে যে, ইরফান নিজে দায়িত্ব নিয়ে তার ব্যক্তিগত মেক আপ আর্টিস্ট এর মৃত দেহ ভারতে পাঠাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। তবে অত দুর থেকে দিল্লিতে আসতে তা আরও দিন চারেক লেগে যাবে বলে জানা যাচ্ছে।
[আরো পড়ুন:👉 বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী কুন্দ্রা কী বললেন “ইয়োগা” সম্পর্কে! আসুন জেনে নেওয়া যাক]
Leave a Reply