রাত পোহালেই রবিবার আর আগামীকাল মানেই বহু দর্শকদের অনেক গুলো দিনের অপেক্ষার অবসান ঘটবে। কাল মেগা ফাইনাল আইপিএলের।
কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ এর হাড্ডা হাড্ডি লড়াই। ম্যাচটি হবে চেন্নাইয়ে।
কিন্তু বাঙালির মন মানছে না। আমরা সবাই জানি কাল বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হওয়া রিমেল নামের ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেটা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা গুলির উপর দিয়ে যাবে।
এখন অনেকেরই দুশ্চিন্তা হচ্ছে কাল ম্যাচটি যদি না হয়। কোনভাবে চেন্নাইয়ে যদি বৃষ্টি হয়! যদিও চেন্নাই তে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তবুও অনেকেরই মন কালকের ঘূর্ণি ঝড়ের কথা ভেবে চিন্তিত।
যদি ধরেই নেওয়া হয় কাল কোনো কারণে ম্যাচটি হলো না। তাহলে ঠিক করা হয়েছে যে সেই ম্যাচটি সোমবার রিজার্ভ ডে -তেই করা হবে। এবার কোনো কারণে যদি সোমবারও না হয় তাহলে আইপিএল ২০২৪ এর বিজয়ী হবে কেকেআর দল।
[আরো পড়ুন:👉 শুধু পড়াশুনো নয় পাশে রাখতে হবে এই ‘ স্কিল ডেভেলপমেন্ট ‘ কোর্সগুলিকে তাও ফ্রী তে তাহলেই বাজিমাত]
কারণ আইপিএলের নিয়ম অনুযায়ী যে টিম পয়েন্ট টেবিলে শীর্ষে থাকে সেই দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এক্ষেত্রে সানরাইজার্সের থেকে এগিয়ে কেকেআর।
তবে একান্তই যদি রবিবার বৃষ্টিতে খেলা বিঘ্নিত হয় তাহলেও অতিরিক্ত ১২০ মিনিট বরাদ্দ রাখা হবে। অর্থাৎ, ম্যাচ হওয়ার জন্য ২ ঘণ্টা বেশি সময় থাকবে বলে জানিয়েছেন আইপিএল কর্ম কর্তারা।
[আরো পড়ুন:👉 আপনি কি খুবই চুপচাপ ! চট জলদি মিশতে পারেন না কারুর সঙ্গে ! ঘরে বসেই অর্থ উপার্জনের জন্য এই কাজ গুলো উপযুক্ত হবে ]