মে মাসের প্রথম সপ্তাহে ভারতীয় বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাজাজ অটো (bajaj auto) তাদের পালসার(pulsar)সিরিজের সবচেয়ে শক্তিশালী বাইক NS400z লঞ্চ করেছে ভারতীয় বাজারে, যা সেম ক্যাটাগরির অন্যান্ন ভারতীয় বাইক অপেক্ষা বেশি আকর্ষিত করছে ভারতীয় বাইক প্রেমীদের।
এমনকি এর পারফরম্যান্স বিদেশি বাইক ninja300 এর থেকেও কোনো অংশে কম নয় বলে একাংশ দাবি করছে । মূল্যগত এবং গুণগত উভয় দিক থেকেই NS400z অনেকাংশে এগিয়ে। মাত্র ১ লাখ ৮৫ হাজার টাকার এক্স শোরুম দাম সম্পন্ন Pulsar NS400z এ কি কি সুবিধা পাবেন এক নজরে দেখে নেওয়া যাক।
প্রথমত এইরকম কম মূল্যে পেয়ে যাচ্ছেন 373cc সম্পন্ন ইঞ্জিন এবং 6 স্পিড গিয়ার বক্স,যা এর একটা ভালো পারফরম্যান্সের পরিচয় দেয়।
দ্বিতীয়ত 807mm সিট হাইট সম্পন্ন, 174 kg কার্ব ওয়েট ও 12 লিটার ফুয়েল ট্যাংক পাচ্ছেন এই NS400z এ , যা রাইডারের পক্ষে কম্ফোর্টেবল হবে বলে আশা করা যায়।
এবার দেখা যাক এর শক্তি সম্পর্কে। NS400z এ পাচ্ছেন :
1)Max Power 39.4 bhp @ 8800 rpm এবং
2)Max Torque35 Nm @ 6500 rpm
যা এর power সম্পর্কে একটা ভালো চিন্তাধারা দেয়।
এছাড়াও Ns400 এ পাচ্ছেন :
1)Front Suspension—43 mm Upside-Down Forks
2)Rear Suspension—Monoshock Absorbers
3)Braking System—Dual Channel ABS
4)Front Brake Type—Disc
সাথে থাকছে চারটি আলাদা রঙ। রঙ গুলি হল ব্রুক্লিন্ ব্ল্যাক্,
গ্লসি রেসিং রেড, পার্ল মেটালিক্ হোয়াইট, পেটার গ্রে ।
1 thought on “সুপার বাইক অপেক্ষা কোনো অংশে কম নয় এই ভারতীয় বাইক”