আমাদের প্রতিদিনের কাজের সাথে যারা সঙ্গী বা সব সময় জড়িয়ে তাদের আমরা নিজেদের পরিবারেরই অঙ্গ মনে করি। আর তাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটলে সেটা যেন নিজেদের কারো সাথেই হয়েছে বলে মনে হয়।
আজ সেরকমই একটি ঘটনা ঘটেছে তেন্ডুলকার পরিবারে। ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকারের পার্সোনাল নিরপত্তা রক্ষী আজই আত্মঘাতী হয়েছে বলে জানা যায়।
বয়স ৩৯ এর প্রকাশ কাপদে বলে এক ব্যক্তি ছিলেন ভারতরত্ন সচিন তেন্ডুলকরের ব্যক্তিগত নিরাপত্তায়। সব সময় সচিনের সঙ্গী ছিলেন সে। কিন্তু কিছু দিনের ছুটিতে তিনি তার পৈতৃক বাড়ি জামনের শহরে গিয়েছিলেন। আর সেখানেই ঘটে এত বড় দুর্ঘটনা।
[আরো পড়ুন: 👉 বর্ষা আসতেই বা কত দেরি ? আসুন দেখে নিই কি বলছে আবহাওয়া দপ্তর।]
জামনের থানার সিনিয়র পুলিস ইনসপেকটর কিরণ শিন্ডে জানিয়েছেন, বুধবার গভীর রাতে দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। সেখানেই নিজের সার্ভিস পিস্তল থেকে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন ওই নিরাপত্তারক্ষী বলে মনে করা হচ্ছে। নিজের ঘাড়ে গুলি করে আত্মঘাতী হয়েছে বলে মনে করা হচ্ছে তবে এখনো এটা বোঝা যাচ্ছে না কেনো এই কাজ করলেন তিনি।
তবে গোটা ঘটনায় পুলিস তদন্ত করতে শুরু করে দিয়েছে। কারণ তিনি শুধু সচিনের নিরপেক্ষারক্ষীই নন, তিনি একজন স্টেট রিজার্ভ পুলিসের সদস্য ছিলেন। তাই এসআরপিএফ সম্ভবত এই ঘটনায় স্বতন্ত্র তদন্ত করবে। কারণ এই ঘটনায় ভিআইপি নিরাপত্তায় নিযুক্ত একজন জওয়ান জড়িত। এছাড়াও ইন্সপেক্টর শিন্ডে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, কোনও ব্যক্তিগত কারণেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
[আরো পড়ুন: 👉 ভারতের বাসিন্দা হতে চলেছেন কি ডেভিড ওয়ার্ণার ? বানিয়ে ফেলেছেন আধার কার্ড ?]
এছাড়াও এর মধ্যেই প্রকাশ কাপদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি রিপোর্ট দায়ের করেছে পুলিস। প্রসঙ্গত উল্লেখ্য, সচিনের নিরাপত্তারক্ষী প্রকাশ কাপদের বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই নাবালক সন্তান রয়েছে। রয়েছে এক ভাই ও তাঁর পরিবারের সদস্যরাও। কি এমন ঘটলো তার সাথে যে প্রকাশ এমন কাজ করলেন সেই নিয়েও উঠছে নানা প্রশ্ন। সত্যিই কি আত্মঘাতী সেটা নিয়েও অনেকেই সন্দেহ প্রকাশ করছে। সবটাই পুলিশের সঠিক তদন্তে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। বিশদে জানতে ক্লিক করুন 👉 https://www.agniban.com/sachin-tendulkars-bodyguard-ended-his-life-shot-him-in-the-head-at-midnight/
[আরো পড়ুন: 👉 ২০২৪ কলেজে ভর্তির জন্য শুরু হতে চলেছে সেন্ট্রালাইজ এডমিশন ! কবে থেকে ফর্ম দেবে ?]