২০২০ সালের এই মে মাসেই ১৩ তারিখে বঙ্গবাসী সম্মুখীন হয়েছিল এক বিভীষিকাময় কাল খন্ডের সঙ্গে। বঙ্গে আছড়ে পড়েছিল ‘আমফান’। আবারো সেই একই রকম সময়ের সম্মুখীন হতে চলেছে বঙ্গবাসী। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মাসের ১৯ তারিখে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘুনাবর্ত। যাকে কেন্দ্র করে আগামী ২১ তারিখে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। এর নাম রাখা হয়েছে রেমাল।
উল্লেখ্য ২০২০ সালের আমফানের গতিবেগ ছিল ঘন্টায় ১৭৫ কিমি। সম্পূর্ণরূপে তছনছ করে দিয়েছিল বাংলাকে। তার রেশ বঙ্গবাসীর মন থেকে এখনো কাটেনি। সেই স্মৃতি কি আবারও ফিরে আসতে চলেছে? যদিও আবহাওয়া দপ্তর বর্তমান ঘূর্ণিঝড় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয় নি এখনো। এর গতিবেগ কত, হবে বা গতিপথই কি?
বর্তমানে প্রাথমিক স্তরে এই আশঙ্কা তৈরি করা হয়েছে৷ এটি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হবে, সেদিকে নজর রাখতে হবে৷ তবে দক্ষিণবঙ্গে এই সময়েই গ্রামে-শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন ভোটকর্মীরা৷ ফলে ঝড়ের তীব্রতা বেশি হলে ভোটপ্রক্রিয়াকার্যও বিপদের সন্মুখীন হবে৷