চলতি বর্ষায় জুন মাসটা একেবারেই শুকনো গেছে। বঙ্গবাসী একটু বৃষ্টির আশায় আশায় বসে থাকলেও বৃষ্টি সেরকম হয়নি। আর সেই বৃষ্টির ঘাটতি মেটাবে জুলাই বলে মনে করা হচ্ছে। জুলাই মাসের গোড়া থেকেই আমরা বৃষ্টির দেখা পেয়েছি আর কৃষিজীবী মানুষ সেই আশাতেই বুক বেঁধে আছে।
ঠিক সেরকম ভাবেই শোনা যাচ্ছে এই রবিবার রথ যাত্রার দিনও বৃষ্টি হতে পারে। জগন্নাথদেবের মাসীর বাড়ি যাত্রা বৃষ্টিতে ভিজতে ভিজতেই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া আসুন জেনে নেওয়া যাক হাওয়া অফিস কি বলছে।
আপাতত আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী রবিবার, রথযাত্রার দিন সারা রাজ্যজুড়েই বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।
উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই দুর্যোগের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে। রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
দক্ষিন বঙ্গে তাপমাত্রা একই রকম থাকবে আগামী কয়েক দিন। তবে শুক্রবার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হবে ।
রথযাত্রার দিন কলকাতার আবহাওয়াও যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশিই থাকবে। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আকাশ থাকবে মূলত মেঘলা । বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
[আরো পড়ুন:👉 শোনা যাচ্ছে গায়িকা অন্বেষা এবার বলিউডে তাও গায়িকা নয় নায়িকার অবতারে। ব্যাপারটা কি আসুন জেনে নিই।]
1 thought on “রথযাত্রা বাঙালির ইমোশান। তাই কেমন থাকবে রবিবারের আবহাওয়া আসুন জেনে নিই।”