Opening batsman Gurbaz picked up the bat for KKR after overcoming his mother's illness
,

মায়ের অসুস্থতা কাটিয়ে KKR এর হয়ে ব্যাট ধরবেন ওপেনের ব্যাটার গুরবাজ

চলতি বছর আইপিএলে পয়েন্ট টেবিলের সবচেয়ে উপরে স্থান দখল করতে দেখা যাচ্ছে কেকেআর দলকে। প্রতিটা ম্যাচেই তাদের পারফরমেন্স ছিল নজরকাড়া। এখনও অবধি ১১ টি ম্যাচের মধ্যে ৮ টিতে জয়লাভ করে ১৬ পয়েন্ট অধিকার করেছেন তারা। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কেকেআর দল যথেষ্ট ফর্মে রয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এর মধ্যেই দলের এক প্লেয়ারের জায়গায় আরেক বিধ্বংসী প্লেয়ারের খেলার খবরও খুব ভাসছে নেটমাধ্যমে।
এখনো অব্দি যা তথ্য পাওয়া গিয়েছে তা অনুযায়ী জানা যাচ্ছে যে, KKR-এর আরেক বিধ্বংসী ওপেনার ফিল সল্টকে হয়তো পরের ম্যাচ গুলোয় দেখতে পাওয়া নাও যেতে পারে, কারণ T20 বিশ্বকাপের আগে ইংল্যান্ড তাদের খেলোয়াড়কে ডেকে নিচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছে। এমত অবস্থায়, KKR-এর আরেক বিধ্বংসী ওপেনারার প্রয়োজন যিনি সুনীল নারিনের সাথে ওপেনিংয়ে এবার মাঠে নামতে পারবেন। আর তাই খুব সম্ভবত আফগানিস্তানের তারকা খেলোয়াড় রহমানুল্লাহ গুরবাজ কেকেআর এর বেষ্ট অপশন বলে মনে করা হচ্ছে। যদিও এই বছরের কলকাতার হয়ে এখনও অবধি খেলার সুযোগ পাননি রহমানুল্লাহ গুরবাজ। মূলত, উইকেটকিপার-ব্যাটার ফিল সল্ট এবং সুনীল নারিনের দুরন্ত ওপেনিংয়ের কারণে গুরবাজ দলে সুযোগ পাননি। তবে, এবার তিনি KKR-এর হয়ে মাঠে নামতে পারেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মায়ের অসুস্থতার কারণে গুরবাজ সাময়িক বিরতি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন। কিন্তু তিনি দলের প্রয়োজনে আবারো দলের সাথে যুক্ত হতে প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। এবং আগামী সপ্তাহেই তিনি কলকাতার দলে যোগ দেবেন সে কথাও জানিয়েছেন। পাশাপাশি, এই বিষয়ে আফগান ওপেনার গুরবাজ সোশ্যাল মিডিয়াতেও একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, মায়ের অসুস্থতার কারণে IPL থেকে বিরতি নিলেও তিনি খুব শীঘ্রই KKR শিবিরে যোগ দেবেন। এছাড়াও তিনি তার মায়ের শুশ্রূষা কামনার জন্য ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন তার দর্শকদের। পাশাপাশি তাঁর মা এখন অনেকটাই সুস্থ রয়েছেন সে কথাও জানিয়েছেন সমাজ মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts