দৈনন্দিন জীবনে আশপাশে তাকালেই একটা বিষয় খুব চোখে পড়ে তা হলো সমবয়সী ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব।
যদিও সেটাই স্বাভাবিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে তো আর বয়সে বড়, নয় সকলেই সম বয়স্ক ছেলে মেয়ে তাদের মধ্যেই বন্ধুত্ব হওয়া স্বাভাবিক। এবার সেই বন্ধুত্ব গুলি যখন একটা প্রেমের সম্পর্কের দিকে টার্ন নেয়, কিছু কিছু ছেলে মেয়েদের মধ্যে তখন তাদের ডাকার সম্বন্ধ গুলি আর বদলাতে পারে না। যারা তুই বলতে অভ্যস্ত তারা তুইতেই থেকে যায়।
আমাদের ভারতীয় সংস্কৃতিতে সম্বোধনের একটা গুরুত্ব সব সময়ই আছে। খুব কাছের কেউ যারা বয়সে ছোট তাদেরকে তুই বলা হয় , বয়সে একটু বড় যারা তাদেরকে তুমি বলা হয়। যারা সম্মানে অনেক বড় তাদের আপনি বলা হয়। এছাড়াও অপরিচিতদের আপনি বলা হয়।
কিন্তু এই সম বয়সী সম্পর্ক গুলোর ক্ষেত্রে হয় সমস্যা।
যদিও প্রতিটা সম্পর্কই নির্ভর করে থাকে একে অপরের প্রতি সম্মানের উপর তবুও তুই ডাকটা অনেকতা বেশি ইকুয়াল ব্যাপার এসে যায়। যেমন দুজনেই সমান, দুজনেই অনেক বেশি ঘনিষ্ট এই বিষয় গুলি এসে যায়।
সুপার বাইক অপেক্ষা কোনো অংশে কম নয় এই ভারতীয় বাইক, জানতে ক্লিক করুন
কিন্তু যারা মনস্তত্ত্ববিদ বিশেষ করে যারা রিলেশনশিপ নিয়ে পড়াশোনা করেন তারা বলছেন স্বামী স্ত্রীর সম্পর্কে তুই ডাকটির থেকে তুমি সম্মধনটি অনেক বেশি মধুর। অনেক বেশি গাঢ়। বিশেষ করে যখন দুজনার মধ্যে মনোমালিন্য হচ্ছে, বা ঝগড়া হচ্ছে সেই সময় তুই ডাকটা খানিকটা যেনো মনের দিক থেকে অসন্মান বাড়ায় সেই জায়গায় তুমি ডাকটা অনেক বেশি সন্মানীয়। তাতে রাগের পারদ অনেকটাই কমে যায় , যা সুখী দাম্পত্যে অনেক বেশি কার্যকরী।
ব্যাঙ্কে ফিলাপ করতে হবে ফর্ম না হলে হারাতে হবে টাকা, জানতে ক্লিক করুন
তাই যারা এখনো নিজের পার্টনারকে বা যে দম্পতি এক অপরকে তুই সম্বোধন করেন তারা তুমি বলার চেষ্টা করুন আপনাদের সম্পর্ক আরো বেশি মজবুত হবে।
Hello,
for your website do be displayed in searches your domain needs to be indexed in the Google Search Index.
To add your domain to Google Search Index now, please visit
https://www.domainsubmit.info/