সম্প্রতি G7 শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সেলফি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এটিই প্রথমবার নয়, এর আগেও COP28 সম্মেলনেও মেলোনি মোদির সঙ্গে সেলফি তুলেছিলেন। তবে, এবার তোলা সেলফিটি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছে।
প্রধানমন্ত্রী মোদি এক দিনের সফরে ইতালিতে G7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। সেখানে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ভারতীয় ঐতিহ্য অনুযায়ী মোদিকে অভ্যর্থনা জানান এবং সেলফি তোলেন। এই সেলফিটি দ্রুতই বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে।
সফরের সময় প্রধানমন্ত্রী মোদি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইউক্রেনের প্রেসিডেন্টসহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া, তিনি পোপের সঙ্গেও সাক্ষাৎ করেন।
- [ইদ আল আজহার এর মতো বিশেষ উৎসব উপলক্ষে নিজের প্রিয়জন কে দিন “আদিল কাদ্রির শানায়া আতর” যেটি আরবি ও ফ্রেঞ্চ মিশ্রণে তৈরী হয়েছে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই। আদিল কাদ্রি একটি প্রসিদ্ধ ব্রাণ্ড সম্প্রতি এরা সার্ক ট্যাঙ্ক ইণ্ডিয়া সিজেন ৩ এসেছিল নিজেদের পণ্যকে প্রমোটাইজ করার জন্য। এই পারফিউম টি সম্পূর্ণ অ্য়ালকোহল ফ্রী এবং এর গন্ধ দীর্ঘস্থায়ী। পণ্যটি দেখে কেনার জন্য পাশের লিঙ্ক চাপুন 👉 https://amzn.to/4c5VPeT ]
- [আরো পড়ুন:👉 সানি লিওনের শো বাতিল করা হল কেরালা বিশ্ববিদ্যালয়ে]