এই বছর রেকর্ড দেরিতে বর্ষা প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। গরমের ঠেলায় এমনিতেই বঙ্গবাসী নাজেহাল তার উপর এই আদ্রতা জনিত অসস্তি যেনো আরো বিরক্ত করে তুলছে মানুষকে। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রায় সব জায়গাতেই প্রবেশ করে যাওয়ায় সেখানে বৃষ্টি ভালো মতই হচ্ছে তবে দক্ষিণবঙ্গ ছিটে ফোঁটা ছাড়া তেমন বৃষ্টি হতে দেখা যাচ্ছে না।
আজ, রবিবার ও আগামিকাল আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই কদিন কমবে বৃষ্টির পরিমাণ। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে।
ওদিকে উত্তর বঙ্গেও ভারী বৃষ্টির শেষে কটাদিন কমবে বৃষ্টি। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
যেহেতু উত্তরবঙ্গের দার্জিলিং, কলিঙপং, জলপাইগুড়ি সব জায়গাতেই মৌসুমী বায়ু ঢুকে পড়েছে তাই বৃষ্টির পরিমাণ বাড়ছে দক্ষিণবঙ্গে সবটা জায়গা এখনো না কভার করতে পারায় দক্ষিণ বঙ্গে বৃষ্টির দেখা কম পাওয়া যাচ্ছে। তবে আগামী বুধ ও বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে। মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তাই বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
কলকাতাতেও একই অবস্থা। আদ্রতা জনিত অসস্তি থাকছে এই দু দিন। সোমবার অব্দি বৃষ্টি হওয়ার তেমন চান্স নেই। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।