চলতি মরশুমে আইপিএল সমাপ্তির পর ই শুরু হতে চলেছে পুরুষ বিভাগের ICC টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। ২০ টি পৃথক দেশের টিম এতে অংশগ্রহণ করতে চলেছে। তার মধ্যেই আয়ারল্যান্ডের টিমের ড্রেস স্পন্সার করবে এক ইন্ডিয়ান কোম্পানি।
কর্ণাটক মিল্ক মহামণ্ডল বা KMF এর ‘নন্দিনী’ ব্র্যান্ড স্পন্সার করবে আয়ারল্যান্ডের ক্রিকেট টিমের ড্রেস। যা পরেই মাঠে খেলতে নামবে তারা এই বিশ্বকাপে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড গত সোমবার তাদের ওয়েবসাইটে এই বার্তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে। তাদের ওয়েবসাইটে লিখেছেন ‘ওয়েলকাম নন্দিনী’। আর জার্সির ছবি যেটাতে কোম্পানির লোগো সহ লেখা আছে ‘নান্দিনী’।
আয়ারল্যান্ড চিফ ফিনান্সিয়াল অফিসার এন্ড্রু মে বলেছেন “আমরা KMF কে আমাদের নতুন পার্টনারশিপ রূপে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত। তার সাথে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে আইরিশ পুরুষ বিভাগের ড্রেস এর স্পন্সারশিপ হিসেবে নান্দিনী কে ঘোষণা করতে পেরে আনন্দিত।”
“এইরূপ মর্যাদাপূর্ণ ব্র্যান্ডের সমর্থন আইরিশ ক্রিকেট দল কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা কে এম জগদীশ ও কে এম এফ এর সমগ্র টিম কে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও তাদের সঙ্গে কাজ করার জন্য আমরা উদগ্রীব থাকবো।
To view official announcement click the link 👉 https://cricketireland.ie/news/welcome-nandini/
এর প্রত্যুত্তরে কে এম এফ ব্যবস্থাপনার পরিচালক জগদীশ জানান “আয়ারল্যান্ড ক্রিকেট দলের সাথে পার্টনারশিপ এর খবর ঘোষণা করতে পেরে আমরাও খুব আনন্দিত। বিগত ৪০ বছর ধরে নান্দিনী সারা বিশ্বে বিশুদ্ধতা ও শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে আসছে। আইরিশ ক্রিকেট বিভাগের সঙ্গে এই সহযোগিতা বিশ্বব্যাপী অগণিত ক্রিকেট ভক্তদের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম করবে। এই পদক্ষেপ বিশ্বের আরো দেশের সঙ্গে ব্র্যান্ড সম্প্রসারণের ক্ষেত্রে উল্লেখ্য ভূমিকা গ্রহণ করবে।”
প্রসঙ্গত ‘নান্দিনী’ স্কটল্যান্ড ক্রিকেট দলকেও স্পন্সারশিপ করবে।
[আরো পড়ুন:👉 আকাশের বুকে তীর গতিতে ছুটে চলল নীল আলোর গোলা দেখে বিস্মিত নগরবাসী]
3 thoughts on “ভারতীয় কোম্পানি স্পন্সার করবে টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের ক্রিকেট টিমের ড্রেস”