সময়ের আগেই ভারতের উপকূলীয় রাজ্য কেরলে বর্ষা প্রবেশ করতে পারে বলে অনুমান করছে ভারতীয় মৌসম ভবন। তাদের তরফ থেকে সেরকমই পূর্বাভাস পাওয়া গেল। তবে সেটা একেবারে ফলে যাবে, এমনটাও যদিও নয়। বঙ্গোপসাগর থেকে কবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বাতাস আসবে পশ্চিমবঙ্গে?
মনে করা যাচ্ছে আগামী ৩১ মে কেরলায় চলে আসবে বর্ষা। এমনটাই জানালো ভারতীয় মৌসম ভবন। বুধবার মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছিল যে ২৮ মে থেকেই হয়তো বর্ষা ঢুকে যেতে পারে। আবার ৪ ঠা জুন থেকেও বর্ষা প্রবেশ করতে পারে। তারপর বঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পরবে। বর্ষার হাত ধরেই এই দেশের মানুষজন প্রচন্ড গরম থেকে নিষ্কৃতি পায়। বর্ষার উপর নির্ভর করেই এই ভারতের মূল চাষবাস হয়।
সাধারণত দেখা যায় ১ লা জুন কেরলা হয়ে ভারতের মূল ভূভাগে বর্ষা প্রবেশ করে। কখনো বা এক সপ্তাহের মতো হেরফের হয়। তবে এবারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক গতিতেই অগ্রসর হচ্ছে। এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। তাই সবকিছু ঠিকঠাক থাকলে মে মাস শেষ হওয়ার আগেই ভারতের ঢুকে যাবে বর্ষা। যা গত বছর কেরলায় ঢুকেছিল ৮ই জুন। ২০২২ সালে বর্ষার ঢুকেছিল ২৯শে মে। ২০২১ সালে ৩রা জুন।
তবে সময়ের আগেই কেরলায় বর্ষা ঢুকছে বলে পশ্চিমবঙ্গেও আগেভাগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে, এমন কোনরকম নিশ্চয়তা নেই। আবার যদি ভাবা হয়, যে কেরলে দেরি করে বর্ষা ঢুকেছে তাই বাংলাতেও দেরি করে বর্ষা ঢুকবে, সেটাও ভুল। আসলে পুরোটাই নির্ভর করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কতটা সক্রিয় তার উপরে। তবে সাধারণত বাংলায় বর্ষা ১১ই জুনের মধ্যে ঢুকে যায়। কিন্তু এবার কবে ঢুকবে, সে বিষয়ে আপাতত মৌসম ভবনের এখনো কিছু জানায়নি।
For imd forecast 👉 https://mausam.imd.gov.in/imd_latest/contents/realized.php