বলিউডের হ্যান্ডসাম চার্মিং হিরো বললে সবার প্রথম যার মুখটা সামনে আসে তিনি নিঃসন্দেহে দ্য গ্রেট হৃত্বিক রোশন।
যেমন লুক তেমন ড্যান্স আর ঠিক সেরকমই অভিনয় সব মিলিয়ে পারফেক্ট। সেই নব্বই দশক থেকে এই বিংশ শতকেও যার ফ্যান ফলোয়িং দেখার মতন। বিশেষ করে মহিলা ফ্যান। তার এই সৌন্দর্যের জন্য তাকে গ্রিকদের দেবতার সাথেও তুলনা করা হয়।
সালটা ২০০০ ‘ কাহোনা পেয়ার হে ‘ ছবির হাত ধরে বলিউডে আসেন হৃত্বিক। বাবা অভিনেতা রাকেশ রোশন পরিচালনায় এই ছবিতে লঞ্চ করেছিলেন তাঁর সুদর্শন পুত্রকে। ‘কাহো না পেয়ার হে’ মুক্তি পাওয়ার পরই এই তারকা সন্তান থেকে এক্কেবারে নিজস্ব একটা জায়গা করে নিয়েছিল। তার অগণিত ভক্ত বেড়েছিল হুহু করে। মহিলা ফ্যান ফলোয়ারদের সংখ্যা ছিল তুলনায় বেশি।
কিন্তু হঠাৎ করেই সেই সকল মহিলাদের মনে দুঃখ দিয়ে প্রেমিকা সুজান খানকে বিয়ে করে ফেলেন হৃত্বিক রোশন। সেই সময় অনেক মহিলারই মন ভাঙে সে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার পরেই তাদের দুই পুত্রের জন্ম হয় রেহান এবং হৃদান।
কিন্তু এত কিছুর মধ্যেও এই মিষ্টি কাপল এর সম্পর্ক বেশি দিন টিকলো না। সুজ়ানের সঙ্গে ১৪ বছর সংসার করার পরও ডিভোর্স হয় হৃত্বিকের। জানেন, ঠিক কী কারণে এই আদর্শ কাপেলের পথ আলাদা হয়েছিল। সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছিলেন সুজ়ান নিজেই।
একটা সময় পর তাদের সম্পর্কের মধ্যেই সেই টান টা আর ছিল না বলেছেন সুজান নিজেই। বলেছেন দিন দিন তিক্ততা বেড়েই চলছিল তাই তারা সেপারেট হওয়ার কথা চিন্তা করেই ডিভোর্স টা নিয়ে নেন। প্রায় এক বছর আলাদা থেকেছেন তারা তারপর ডিভোর্স নেন।
[আরো পড়ুন:👉মা শুভশ্রী কি অবশেষে প্রকাশ্যে আনলেন মেয়ে ইয়ালিনীর মুখ ? আসুন দেখে নেওয়া যাক।]
যদিও এই বক্তব্য কতটা ঠিক তা একমাত্র তারাই জানেন। কারণ মিডিয়া বলছে একটা সময় পর হৃত্বিকের জীবনে অনেক পরকিয়ার খবর জানতে পারা যায়। কখনও ‘কাইট’-এর অভিনেত্রী বারবারা মোরি, কখনও কঙ্গনা রানাওয়াত।
সম্পর্কে প্রেম হারিয়ে গিয়েছিল, নাকি হৃত্বিকের জীবনে একাধিক নারীর প্রবেশের কারণেই এই ছন্দপতন তা তারাই বলতে পারবেন। বর্তমানে অবশ্য তারা দুজনেই এগিয়ে গেছেন। দুজনেরই নতুন সঙ্গী আছে আমরা তা প্রায়ই দেখে থাকি।
To see Hrithik Roshan X profile 👉 https://x.com/iHrithik
[আরো পড়ুন:👉 দুই বউয়ের স্বামী এক, কিভাবে কাটছে সংসার ?]
Leave a Reply