আজকের দিনে দাঁড়িয়ে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের আধিক্য আগের থেকে অনেকাংশেই বেড়েছে। প্রায় সমস্ত বাড়িতেই এখন গ্যাসেই রান্না হয়ে থাকে। কিন্তু এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে অনেক ঝক্কি পোহাতে হয় সাধারণ মানুষদের। কখন শেষ হয়ে যাবে বুঝতে পারা যায়না, তারপর সেই সময়ে আবার একটা সিলেন্ডার জোগাড় করা কঠিন হয়ে পড়ে।
এছাড়াও ওই ভারী সিলিন্ডার এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া, ওভেনের সাথে খোলা-লাগানো, এগুলো সাধারণ গৃহনীরা বেশ সমস্যায় পড়ে। তাই এই ধরনের সমস্যার সমাধানের জন্য এবার পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। এতে সময় এবং টাকা দুটোই সাশ্রয় হবে।
জানা যাচ্ছে এখনো পর্যন্ত বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার জন্য প্রাথমিকভাবে কলকাতা সহ ৬টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। এই সকল জেলায় পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হলে খরচ অনেকটাই কমে যাবে।
এছাড়াও সুরক্ষার দিক দিয়ে অনেকটাই এগিয়ে থাকবে পাইপলাইন গ্যাস। পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার জন্য গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (GAIL) এবং তাদের সহযোগী সংস্থা বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL) ও গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড (GCGSCL) প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ।
আসুন জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের কোন কোন জেলা গুলিতে পাইপলাইন এর মাধ্যমে গ্যাস সরবরাহ হতে চলেছে। জানা যাচ্ছে সেই জেলাগুলি হল, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া।
[আরো পড়ুন:👉 নিত্য পূজা সামগ্রী হিসেবে সবার বড়িতেই কর্পূর থাকে। কিন্তু কিভাবে এটি তৈরী করা হয় আসুন জেনে নেওয়া যাক]
এই সকল জেলার ৪০টি পৌরসভা এলাকায় পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলেই এই সকল এলাকার বাসিন্দারা একদিকে যেমন সিলিন্ডার বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন ঠিক সেই রকমই আবার খরচ থেকেও অনেকটা স্বস্তি পাবেন।
তবে এটি বাস্তবায়ন হতে বেশ কিছুটা সময় লাগবে। তারই মধ্যে বেশ কয়েকটি ধাপের কাজ সম্পন্ন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রথম ধাপে হুগলির মগরার রাজারামবাটি এবং নদীয়ার গয়েশপুরে দুটি গ্যাস সরবরাহ কেন্দ্র তৈরি করা হয়েছে। হুগলির মগরার রাজারামবাটি কেন্দ্র থেকেই দিল্লি রোড হয়ে রান্নার গ্যাস সরবরাহ করার জন্য পাইপ লাইন চলে গিয়েছে হুগলির উলুবেরিয়া পৌরসভায়।
জানা যাচ্ছে, দিল্লি রোডের কাছাকাছি হুগলি জেলার অন্যান্য যে সকল পৌরসভা রয়েছে সেগুলিতেও এই পাইপলাইন পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে নদীয়ার গয়েশপুর কেন্দ্র থেকে উত্তর ২৪ পরগনার বারাকপুর, বারাসাত হয়ে নিউ টাউন, বিধাননগর পাইপ লাইন পাতার পর সেই পাইপলাইন পৌঁছে দেওয়া হবে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর পর্যন্ত।
যেভাবে পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে তাতে এই ৬ জেলার ৪০টি পৌরসভার বাসিন্দারা হয়তো খুব তাড়াতাড়ি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস কানেকশন পেয়ে যাবেন। এতে এই সকল জেলার বাসিন্দারা অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
1 thought on “খুব তাড়াতাড়ি পেতে চলেছেন পাইপলাইনের মধ্যে দিয়ে গ্যাস সরবরাহের পরিষেবা। আসুন দেখে নিন আপনার জেলায় এই পরিষেবা পেতে চলেছেন কিনা।”