সম্প্রতি শুরু হয়েছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ টুর্নামেন্ট। তাতে প্রথম থেকেই আমাদের দেশ ভারতের পারফরমেন্স বেশ ভালো। এখনো অব্দি ভারত অপরাজিত। প্রথম তিনটি ম্যাচে তারা আয়ারল্যান্ড, পাকিস্তান এবং আমেরিকাকে হারিয়ে দেয়। শেষ ম্যাচটি ছিল কানাডার বিরুদ্ধে। সেটি বৃষ্টির কারণে ভেস্তে যায়।
তাই এর পর তাদের সুপার ৮ এ জায়গা করে নিতে কোনো অসুবিধে হয়নি। তাদের প্রথম সুপার ৮ ম্যাচটি হবে আফগানিস্তানের বিরুদ্ধে। বার্বাডোজ়ে হবে সেই ম্যাচ। ভারতের বাকি দু’টি ম্যাচ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। গ্রুপ ১-এ এই চার দলের মধ্যে লড়াই হবে সেমিফাইনালে ওঠার।
কিন্তু এরই মধ্যে জানা যাচ্ছে ভারতীয় দলের অন্যতম ব্যাটার সূর্যকুমার যাদব হাতে চোট পেয়েছেন।
মূলত এখন ভারতীয় দল আমেরিকা ছেড়ে বার্বাডোজ়ে। সেখানে অনুশীলন করতে গিয়ে চোট পেলেন সূর্যকুমার যাদব। সোমবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুশীলন করছিল ভারতীয় দল। সুপার ৮-এ সেখানেই খেলতে হবে রোহিত শর্মাদের। কিন্তু অনুশীলন করার সময় সূর্যকুমারের হাতে বল লাগে। সঙ্গে সঙ্গেই তার হাতের ট্রিটমেন্ট করা হয়। দেওয়া হয় ইনস্ট্যান্ট স্প্রেও । তবে সেই চোট খুব গুরুতর নয় বলেই জানা গিয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ৮-এর ম্যাচে খেলতেও সূর্যকুমারের অসুবিধা নেই এও জানিয়ে দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বকাপে এ কদিন যাবত আমেরিকাতেই খেলছিল ভারত। তারা তিনটি ম্যাচ খেলে নিউ ইয়র্কে। শেষ ম্যাচটি ছিল ফ্লোরিডায় সেখানেও তারা হয়তো ভালই খেলত কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচ খেলা হয়নি। প্রথম বার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুশীলনে নামলেও তা বাধ্যতামূলক ছিল না।
যদিও সব ক্রিকেটারই অনুশীলনে এসেছিলেন। তাঁরা বার্বাডোজ়ের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আর তারই মাঝে যাদবের এমন চোট বহু ক্রিকেট প্রেমীদের মনেই ভয় ধরিয়ে দিয়েছিল । তবে টিম থেকে জানিয়ে দেওয়া হয়েছে চিন্তার কোনো কারণ নেই সূর্যকুমার যাদব খেলতে পারবেন পরের ম্যাচ। যা খুব ভালো খবর ভারতীয়দের জন্য।
[আরো পড়ুন:👉 হাজার হাজার ডাক্তার ধর্মঘটের ডাক দিলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত!]