জুনের দ্বিতীয় সপ্তাহ চলছে অথচ গরম থেকে বঙ্গ বাসীর কোনো নিস্তার নেই। একটা ভ্যাপসা গরমে জামাই ষষ্ঠীটাও কেটে গেলো তবু বৃষ্টির দেখা নেই। চাতকের মতো অপেক্ষায় বসে রয়েছে সবাই। ওদিকে হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহান্তেই এই অস্বস্তির হাত থেকে নিস্তার পাবেন দক্ষিণবঙ্গের মানুষ।
যদিও এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না। তবুও বর্ষা না ঢুকলেও প্রাক্-বর্ষার বৃষ্টিতে তাপমাত্রার পারদ খানিক নামবে। শনিবার থেকেই টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। বর্ষার আগে এই ধরনের বৃষ্টির সম্ভাবনাময় মেঘের আনাগোনা বাড়ে। আর তার জেরেই আগামী শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি শুরু হবে। যা মঙ্গলবার অর্থাৎ ১৮ জুন পর্যন্ত নিয়মিত বা বিক্ষিপ্ত ভাবে হতে পারে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ওই বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আলিপুর। আবহবিদেরা এও জানাচ্ছেন যে, এই বৃষ্টি শুরু হলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রার পারদও খানিকটা নামবে। স্বস্তি মিলবে তাপপ্রবাহ এবং অস্বস্তিকর গরম থেকে।
অন্য দিকে, এই কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গ ভাসবে ভারী বৃষ্টিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। তার জেরে বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ঝড় এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়িতেও। বৃহস্পতিবার দার্জিলিঙেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
এ ছাড়া দুই দিনাজপুর এবং মালদহে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে সেখানে বৃষ্টির কোনও সতর্কতা না থাকলেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পঙে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে।