Australia-pet-industry-growth-virgin-airlines-allow-pets-khobortobor
,

এবার থেকে প্লেনেতেও নিয়ে যাওয়া যাবে নিজের পোষ্যকে! অনুমতি দিল এই বিমান সংস্থা

পনি কি জানেন অস্ট্রেলিয়ায় মানুষের চেয়ে বেশি রয়েছে পোষ্য প্রাণী! হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো কুকুর। কোভিডের পর থেকে এই ব্যাপারটি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। অনেক মানুষ সঙ্গ এবং মানসিক সুস্থতার জন্য অপর সঙ্গী অপেক্ষা পোষ্য প্রাণীকে বেছে নিয়েছে নিজের জীবনে। যার ফলে দিনে দিনে এই পোষা প্রাণীর ব্যবসাও বেড়েছে লাফিয়ে লাফিয়ে।

বছরে ২২ বিলিয়ন ডলার! ভাবতে পারেন? কুকুরের জন্য ডে কেয়ার, পশুচিকিত্সা, গ্রুমিং – সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়ানরা তাদের পোষ্য প্রাণীর পেছনে খরচ করে অঢেল টাকা। আর কুকুর তো মানুষের মনের মণি! অনেকের কাছে এরা পরিবারের সদস্যের মতোই।

আপনিও ভাবছেন একটা পুষবেন? তবে সাবধান! পোষা প্রাণী রাখার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কারণ এদের যত্ন নেওয়া সহজ নয়, আর খরচও কম নয়। অসুস্থ হলে চিকিৎসার খরচ তো রয়েছেই। তবুও, পোষ্য প্রাণীর সাথে থাকার অনেক সুবিধাও আছে যেমন শারীরিক ও মানসিক সুস্থতার উন্নতি, সামাজিকতা বৃদ্ধি এই সবকিছুই মেলে।

নিজের পোষ্যের সাথে এই ভালোবাসা এবার বিমানেও বঞ্চিত হবে না! কারণ অস্ট্রেলিয়ার বিমান সংস্থা ‘ভার্জিন এয়ারলাইন্স’ এবার নিজের পোষ্য ছোট বিড়াল ও কুকুরদের বিমানের কেবিনে নিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে। যার ফলে অস্ট্রেলিয়ায় পোষ্য প্রাণীর প্রতি ভালোবাসা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে! সেখানকার জনপ্রিয় পোষ্য প্রাণী হল কুকুর, তারপরে বিড়াল, মাছ, পাখি এবং খরগোশ।
খবরটির উৎস: https://www.youtube.com/watch?v=GUtXf7xQmKI

2 responses to “এবার থেকে প্লেনেতেও নিয়ে যাওয়া যাবে নিজের পোষ্যকে! অনুমতি দিল এই বিমান সংস্থা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts