Tantrik rituals_khobortobor.com
,

বাঁচার আশায় দুই তান্ত্রিকের কাছে গিয়ে মৃত্যু হলো এক যুবকের

দুই তান্ত্রিকের কবলে পড়ে মৃত্যু এক যুবকের।

ঘটনাটি ঘটেছে উড়িষ্যার সুন্দরগড় জেলায়। প্রমোদ সিং (বয়স ২৮) ও ক্ষীরোদ সিং (বয়স ২৪) পরস্পর দুই ভাই। যাদের বাড়ি উড়িষ্যার সহজবহালে। নিজেদের কে তারা তান্ত্রিক বলে দাবি করেন মানুষজনের কাছে।

গত ১১ই মে অমিত মাঝি (বয়স ২০) তার মা যশোদার (৫০) সাথে এই দুই তান্ত্রিক ভাইয়ের কাছে আসে। কিছুদিন আগে কোনো জ্যোতিষী গণনা করে জানান অমিত আর কিছুদিনের মধ্যেই হয়ত মারা যাবে। সেই অকাল মৃত্যু ঠেকাতেই এই তান্ত্রিকের সাহায্য নেওয়া।

[আরো পড়ুন:👉 বিসিসিআই এর নতুন কোচ হওয়ার সুযোগ কার হতে চলেছে ? কাকে ভাবতে চলেছেন আগামী দিনের জাতীয় ক্রিকেট দলের কোচ জয় শাহর বোর্ড ?]

কিন্তু ফল হলো হিতে বিপরীত। তান্ত্রিকদ্বয় অমিত কে প্রথমে আশ্বাস দেয় যে কিছু টাকার বিনিময়ে একটি তান্ত্রোক্ত অনুষ্ঠান করলে তার এই ফাঁড়া কেটে যাবে।

[আরো পড়ুন:👉 আপনি কি খুবই চুপচাপ ! চট জলদি মিশতে পারেন না কারুর সঙ্গে ! ঘরে বসেই অর্থ উপার্জনের জন্য এই কাজ গুলো উপযুক্ত হবে]

সেইমত তারা অমিত কে একটা ঘরে নিয়ে যায়। সেখানে তাকে একটা লাড্ডু খেতে দেয়। তারপর জল খাওয়ায়।

অমিত এরপরেই নিজের জ্ঞান হারিয়ে ফেলে। মা যশোদা নিজের ছেলেকে হসপিটালে নিয়ে যেতে চাইলে তান্ত্রিকরা অন্য আর একটি অনুষ্ঠান করতে চায়। এর জন্য আরো টাকা দাবি করে।

কিন্তু তা করলেও শেষ রক্ষা হয় না। শীঘ্রই অমিত মারা যায়। এরপর লোকাল থানায় মা রিপোর্ট করলে ১২ তারিখ পুলিশ এই তান্ত্রিক ভাতৃদ্বয়কে গ্রেপ্তার করে।

[আরো পড়ুন:👉 কুকুর, বিড়াল বাদ দিয়ে এখন পোষ্য হবে ব্যাঙও !]

2 responses to “বাঁচার আশায় দুই তান্ত্রিকের কাছে গিয়ে মৃত্যু হলো এক যুবকের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts