জাপানের টোটোরির উপকূলীয় শহর ডাইসেন (Daisen)-এ কিছুদিন আগেই রাতের আকাশে অবিশ্বাস্য এক দৃশ্য দেখা গেছে। সেই দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
সেই ছবি তে কার্যত স্পষ্টই দেখা যাচ্ছে রাতের বেলা আকাশ থেকে ভূমির দিকে প্রসারিত বেশ কিছু আলোকিত স্তম্ভ। এক কথায় যেন কোনো সাই-ফাই ছবির দৃশ্য। অনেক টা মনে করায় যেন বহির্জগতীয় এলিয়েন শিপ থেকে নির্গত আলো।
কিন্তু কি এই আলোর রহস্য তার বাস্তবতা খুঁজতে গিয়ে সামনে উঠে এসেছে কল্পনার সম্পূর্ণ বিপরীত কাহিনী। অর্থাৎ এটি এলিয়েন আক্রমণের প্রাথমিক অনুমানের বিপরীত ঘটনা। আসলে ঘটেছে যে ঘটনাটি জাপানি ভাষায় তাকে বলে ‘ইসারিবি কচু’। কি এই ‘ইসারিবি কচু’ আসুন জেনে নেওয়া যাক।
ইসারিবি কচু হল একটি প্রাকৃতিক আলোক প্রদর্শনী যা মূলত জাপানের উপকূলীয় এলাকায় মাঝে মধ্যেই দেখা যায়। আসলে জাপানিজ মৎসজীবিরা রাতের বেলায় সমুদ্র থেকে মাছ ধরার সময় মাছকে আকর্ষণ করার জন্য খুব জোরালো উজ্জ্বল আলো ব্যবহার করে, যা “ইসারিবি” নামে পরিচিত।
বায়ুমণ্ডলে যখন বরফের শিলা বা স্ফটিক থাকে, এই ইসারিবি বা আলো তার মধ্যে দিয়ে পরে লম্বালম্বি আলোর স্তম্ভ তৈরি করে। ‘জাপান টুডে’-র মতে জোরালো আলোই শুধু ব্যবহার করলে ‘ইসারিবি কচু’র সৃষ্টি হবে না। বিশেষ বায়ুমণ্ডলীয় পরিস্থিতিতেই এটা সম্ভব।
[আরো পড়ুন:👉 ফিরে আসতে চলেছে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ চির পরিচিত জনি ডেপ কেই ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে দেখা যাবে কি আবার ! প্রযোজক কি বললেন ?]
অর্থাৎ, যেদিন পরিষ্কার আবহাওয়া, বাতাসে নিম্ন তাপমাত্রা এবং বায়ুমণ্ডলে বরফের স্ফটিক বা শিলার সংমিশ্রণ থাকবে, সেইদিন যদি জেলেরা মাছ ধরার জন্য আলো ব্যবহার করে তবেই এই অসাধারণ দৃশ্য সকলের নজরে আসে।
যা আপামর দর্শককূল কে বিস্ময়ে মুগ্ধ করে তোলে। সকলে অবাক দৃষ্টিতে এই বিস্ময়কর দৃশ্য দেখে রোমাঞ্চ অনুভব করে। ডাইসেন Daisen-এ সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিটি সমুদ্রের উপর একটি মন্ত্রমুগ্ধকর এবং অন্য জাগতিক দৃশ্য প্রদান করেছে। দৈনন্দিন চির ব্যস্ততার পরিবেশে যা মানুষের মধ্যে প্রাকৃতিক পরিবেশগত অবস্থার মধ্যে সুন্দর এবং রহস্যময় সংমিশ্রনকে তুলে ধরেছে।
[আরো পড়ুন:👉 যখন নিজের মৃত বাবাকে ফিরিয়ে আনতে টাইম ট্রাভেল করতে চেয়েছিলেন এই বিজ্ঞানী]
Leave a Reply