আজকাল মানুষ নিজেদের শরীর নিয়ে খুবই অবসেসিভ। সকলেই প্রায় নিজেদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ – এর এত টুকু ক্ষতি মেনে নিতে পারে না।
আর বিষয়টা যদি হয় বয়স বেড়ে যাচ্ছে এই নিয়ে তাহলে তো অধিকাংশ মানুষই একটা সময় পর এই নিয়ে হতাশায় ভোগে। মহিলাদের বছর ৩০ পড়ে নানা রকম মুখে হাতে বয়সের ছাপ পড়তে থাকে। ছেলেদেরও হয় একই রকম সমস্যা।কিন্তু বিজ্ঞান এই নিয়ে যা তথ্য দিচ্ছেন তা প্রায় চমকে যাওয়ার মতই।
বিজ্ঞানীদের মতে, জলের তলায় প্রায় তিন মাস কাটিয়ে ১০ বছর বয়স কমিয়ে ফেলেন এক আমেরিকান নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী।
এক গবেষণায় অংশগ্রহণ করতে জোসেফ ডিটুরি প্রায় তিন মাস জলের তলায় কাটিয়েছেন। মানুষের শরীরে চাপযুক্ত পরিবেশে জলের নীচে বসবাসের প্রভাব ঠিক কেমন হয়, তা এই গবেষণার মাধ্যমে জানতে চেয়েছিলেন বিজ্ঞানীরা।
ওই নৌবাহিনীর কর্মী জোসেফ ডিটুরি প্রায় ৯৩ দিন অতলান্তিক মহাসাগরের গভীরে একটি ‘কমপ্যাক্ট পড’-এর মধ্যে থাকেন। আর সেখান থেকে জোসেফকে যখন বার করা হলো দেখা গেল তাঁর বয়স এক লাফে প্রায় ১০ বছর কমে গিয়েছে।
অনেকেই বলবেন এও কি সম্ভব? এই পরীক্ষার ফলাফলে বিস্মিত বিজ্ঞানীরাও। আর সেই কারণেই ওই জল থেকে বেরিয়ে আসার পর তাঁর বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা করানো হয়।
[আরো পড়ুন:👉 সময় পেরিয়ে যাওয়ার আগেই ত্বকের যত্ন নিন]
পরীক্ষার পর দেখা যায়, ক্রোমোজ়োমের শেষ প্রান্তে যে ডিএনএ ক্যাপগুলি থাকে, যা বয়সের সঙ্গে সংকুচিত হয়ে যায়, জোসেফের ক্ষেত্রে তার ঠিক উল্টো ঘটনা ঘটেছে। জোসেফের ক্ষেত্রে দেখা গিয়েছে, তাঁর ক্রোমোজ়োমের শেষ প্রান্তে যে ডিএনএ ক্যাপগুলি রয়েছে, তা তিন মাস আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু তা-ই নয়, তিন মাস জলের তলায় কাটানোর পর তাঁর স্টেম সেলের সংখ্যাও বেড়েছে।
এই দেখে বিজ্ঞানীরাও আশ্চর্য হয়ে গিয়েছে। যখন জোসেফ এই কর্মকান্ডে নামেন তখন তার বয়স ছিল ৫৬ বছর। কিন্তু ওই মহাসাগরে প্রায় তিন মাস কাটিয়ে আসার পর তাকে ৪৬ এর একটি পুরুষ মনে হচ্ছিল। তার শারীরিক দিক থেকে সে অনেকটাই সুস্থ বোধ করছিল।
জোসেফের শরীরে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছিল তাঁর অনিদ্রার মতো সমস্যা দূর হয়েছে। ডাক্তারেরা জানায়, জোসেফের শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমেছে। আর বিজ্ঞানীরা বলছেন, সবই হয়েছে দীর্ঘ দিন জলের নীচে থাকার ফলে।
[আরো পড়ুন:👉 এই গরমে শরীরের অবস্থা বুঝে খান হালকা পাতলা মাছের ঝোল]
জোসেফ জানিয়েছেন, কেন সবারই এই ধরনের অভিজ্ঞতা দরকার। তিনি বলেন, ‘‘বাইরের জগৎ আর কাজকর্ম থেকে একেবারে বিচ্ছিন্ন থাকতে এই ধরনের অভিজ্ঞতা সকলেরই দরকার। দু’ সপ্তাহ জলের তলায় কাটালে কোনও রকম ওষুধ ছাড়াই আপনার শরীর একেবারে চাঙ্গা লাগবে বলে পরামর্শ দেন জোসেফ।
তিনি আরো বলেন, ” জলের তলায় তিন মাস কাটানোর পর আমার বিপাকহার বেড়েছে।”
আর তার এই কীর্তির পর জোসেফ যে কি পরিমানে বিখ্যাত হয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। তার জলের তলায় থাকা বিশ্ব রেকর্ড গড়েছে। কারণ এর আগে সর্বোচ্চ ৭৩ দিন জলের তলায় কাটানোর রেকর্ড ছিল। তিনি সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বলে জানা যায়।
To view JosephDeTuri instagram profile click👉 https://www.instagram.com/drdeepsea/
[আরো পড়ুন:👉 আকাশের বুকে তীর গতিতে ছুটে চলল নীল আলোর গোলা দেখে বিস্মিত নগরবাসী]
1 thought on “সারা বিশ্ব যেখানে শরীর চর্চা নিয়ে ব্যস্ত সেখানে কয়েক মাস জলের তলায় থেকে নাকি ১০ বছর অব্দি বয়স কমিয়ে ফেলছেন। এও সম্ভব? আসুন জেনে নিই কি বলছেন বিজ্ঞানীরা।”