একবার কল্পনা করে দেখুন ৬১ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় নীল আলোর বড় বড় গোলা ছুটে চলেছে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ভাবতে অবিশ্বাস্য লাগলেও এমন টাই দেখলো স্পেন ও পর্তুগালের মানুষজন।
১৮ ই মে ২০২৪ শনিবার সন্ধ্যায়, স্পেন এবং পর্তুগালের আকাশে রহস্যময় নীল আলোর বলয় আকাশের এক দিক থেকে অন্য দিকে তীব্র গতিতে ছুটে দেখে দেখা গেল। সাথে ছিল কান ফাটানো শব্দ। যা নাগরিকদের হতবাক করে দেয়।
মুহূর্তের মধ্যেই সেই দৃশ্যের ভিডিও ক্লিপ ইন্টারনেটে গুঞ্জনের ঝড় তুলে দেয়। এই ঘটনা প্রথম দেখা যায় পর্তুগালের ফোরোস দে ভ্যালে ফিগুইরার নামক একটি অঞ্চলে। সেগুলি ক্রমশ সোসেল নামক অঞ্চলের দিকে অগ্রসর হয়।
বিজ্ঞানীমহল এই গোটা ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে নীল নীল জ্বলন্ত আলোর গোলা গুলি আসলে উল্কা পিন্ড যাকে আমরা সাধারণত তারাখসা বলে থাকি।
[আরো পড়ুন:👉 অল্পের জন্য বেঁচে গেল পৃথিবী ! আপনার অজান্তেই ঘটে গেল এই মহাজাগতিক দুর্ঘটনা । আসুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল ।]
NASA র রিপোর্ট অনুযায়ী প্রতিদিন গড়ে 44 টন বা 44,000 কিলোগ্রাম উল্কাপিন্ডের উপাদান পৃথিবীতে এসে পড়ে। যদিও পৃথিবীর বায়ুমণ্ডলে এর প্রায় সব পদার্থই বাষ্প হয়ে যায়। তবে এটি একটি উজ্জ্বল আলোক চিহ্ন ফেলে যায়।
একেই সাধারণত ‘তারাখসা’ বা ‘শুটিং স্টার’ বলা হয়। সাধারণত যে কোনো রাতে প্রতি ঘণ্টায় আকাশে অনেক উল্কাপাত দেখা যায়। কখনও কখনও এই সংখ্যাগুলি নাটকীয়ভাবে বৃদ্ধি পায় এই ঘটনাকে তখন উল্কাবৃষ্টি বলা হয়।
এই নৈসর্গিক দৃশ্য দেখবার জন্য আবাল-বৃদ্ধ প্রায় সকলেই স্পেন ও পর্তুগালের রাস্তার উপর উপচে ভিড় করে। যে যার মতো ভিডিও ক্লিপ বানায় নিজেদের সেল ফোনে।
[আরো পড়ুন:👉 যখন নিজের মৃত বাবাকে ফিরিয়ে আনতে টাইম ট্রাভেল করতে চেয়েছিলেন এই বিজ্ঞানী]
সোশ্যাল মিডিয়া এই বিরল স্বর্গীয় ঘটনাকে ক্যাপচার করার ভাইরাল ভিডিওগুলি সাথে সাথে জনমানসে বিস্ফোরিত হয়েছে। ইউরোপ সহ গোটা অনলাইন বিশ্বকে বিমোহিত করেছে এমন ঘটনার সাক্ষী!
YouTube উপলব্ধ এই দৃশ্যের ক্লিপ দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন
👉 https://youtu.be/UHqtMVnjaTk?si=2p37pFu8m1_jeLYh
[আরো পড়ুন:👉 যখন সূর্যের থেকেও আকারে বড় এই তারাটি হারিয়ে যায় ! কি হয়েছিল আসুন জেনে নেওয়া যাক]
1 thought on “আকাশের বুকে তীর গতিতে ছুটে চলল নীল আলোর গোলা দেখে বিস্মিত নগরবাসী”