fading star_N6946-BH1_ai_generated_khobortobor.com
,

যখন সূর্যের থেকেও আকারে বড় এই তারাটি হারিয়ে যায় ! কি হয়েছিল আসুন জেনে নেওয়া যাক

যদি মানুষকে খুঁজে পাওয়া না যায় তাহলে মানুষ চলে যায় পুলিশের কাছে। কিন্তু যদি যদি আকাশের কোনো তারাকে খুঁজে পাওয়া না যায় তাহলে কি হবে?

তবে ঠিক এমন একটা ব্যাপারটা ঘটেছিল। পৃথিবীতে থেকে অনেক দূরে একটা তারা  ছিল। যারা নাম ছিল N6946-BH1 । এটা সূর্যের থেকে 25 গুন ম্যাসিভ ছিল। কিন্তু এই তারাটার ২০০৯ সাল থেকে নিজের আলো অনেক কমতে থাকে। তারপর ২০১৫ সালে আচমকা-ই কার্যত অদৃশ্য হয়ে যায়।

মানে তারাটা এখন আর একজিস্টই করে না। এই ঘটনাটা একটা ইতিহাসের গল্পের মত। যখন তারা এস্কপ্লোজেনের মাধ্যমে মরে যায়, তখন তার আলো দেখা যায়। কিন্তু যদি সেটা  সুপার নোভা থেকে মরে তাহলে সেই তারাটা পেছনের দিকে চলে যায়। ফলত আলো সূচকহীন হয়।

[আরো পড়ুন:👉আমাদের শরীরের ব্লাড গ্রুপ আমাদের শরীরের রোগ বা যেকোনো সমস্যা বুঝতে কিভাবে সাহায্য করে আসুন জেনে নিই ।]

কিন্তু এই তারাটা এই দুটো ঘটনার মধ্যে কোনোটাতেই ধাক্কা খায় না। অথচ এই তারাটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। কিন্তু এটা কেন হল এরকম? এর পেছনে কি লুকিয়ে আছে?

বিজ্ঞানীরা যে কথাটা বলল সেটা হল Failed Super Nova । অর্থাৎ এটা তার গ্রাভিটি থেকে কোল্যাপ্স হওয়ার পর  ফাটে। ফাটার পর ডাইরেক্ট সেটা ব্ল্যাকহোলে চলে যায়। সেই জন্য আমরা সেটাকে আর দেখতে পাইনা। মানে সেই তারাটা পুরোপুরি আর দেখতে পাওয়া যায় না।

To see the original N6946-BH1 👉 https://en-m-wikipedia-org.translate.goog/wiki/N6946-BH1?_x_tr_sl=en&_x_tr_tl=bn&_x_tr_hl=bn&_x_tr_pto=sc

[আরো পড়ুন:👉সুপার বাইক অপেক্ষা কোনো অংশে কম নয় এই ভারতীয় বাইক]

2 responses to “যখন সূর্যের থেকেও আকারে বড় এই তারাটি হারিয়ে যায় ! কি হয়েছিল আসুন জেনে নেওয়া যাক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts