Tanvi Laha Roy mother's passing - khobortobor.com
,

টলিপাড়ায় বিয়ের আবহ মিটতে না মিটতেই আরেক অভিনেত্রী তন্বী লাহা রয় এর জীবনে নেমে এসেছে শোকের ছায়া । সদ্য মাতৃ হারা হলেন এই অভিনেত্রী । ঠিক কি হয়েছে আসুন জেনে নিই ।

গত সপ্তাহতেই রমরমিয়ে মিটেছে টলিপাড়ার আদৃত – কৌশাম্বীর বিয়ে। জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের হিরো বলে কথা। এক কথায় সকলের প্রিয় উচ্চেবাবুর বিয়ে তাই কোনো মিডিয়াই কভার করতে বাকি রাখেনি তাদের বিয়ের নিউজ। আমরা সকলেই দেখেছি মিঠাই সেটের প্রায় সকলেই উপস্থিত ছিলেন তাদের বিয়েতে।Tanvi Laha Roy mother's passing - khobortobor.com

কিন্তু এই দু একদিনের মধ্যেই হয়ে গেলো সেই মিঠাই সিরিয়ালেরই আরেক অভিনেত্রীর জীবনের বড় ক্ষতি। জানা যাচ্ছে ১৫ই মে মিঠাই ধারাবাহিকের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র তোর্সা ওরফে তন্বী লাহা রয় – এর মা মারা গিয়েছেন। খবরটি নিঃসন্দেহেই অত্যন্ত দুঃখজনক। কয়েকদিন আগেও তাদের বন্ধুর বিয়েতে কোনো আনন্দ করতে দেখা যায় তন্বীকে। আর তার মধ্যেই এরকম একটা খবর টলিপাড়ার শোকের ছায়া নেমে এসেছে।

[আরো পড়ুন :👉 গুলি করে আত্মঘাতী শচীনের পরিবারের এক সদস্য । একি ঘোর বিপর্যয় নেমে এল শচীনের]

আর এই খবরটা পাওয়া মাত্রই তন্বীর সকল সহকর্মী তাকে সমবেদনা জানিয়েছেন। বাদ যায়নি মিঠাই রানিও। খবরটি পাওয়া মাত্রই নিজে ফোন করে খোঁজ নেন। এক সমাজমাধ্যমে সৌমিত্রীশা জানান, “ওর মা মারা গিয়েছেন। এটা যার সঙ্গে হয় একমাত্র সেই এই যন্ত্রণাটা বোঝে। এই ক্ষতি কখনও পূরণ হওয়ার নয়। আজকের দিনে আমি আমার পুরোনো সহকর্মী বা বন্ধুর সঙ্গে যোগাযোগ করব না এমনটা তো হতেই পারেন না। আমি খবরটা পাওয়া মাত্রই ফোন করেছি। আজ আমার শুটিং রয়েছে। যদিও আগে শেষ করতে পারি তাহলে আজই যাবো নাহলে কাল তো যাবই। আমাদের মধ্যে কোন সমস্যা নেই।”

প্রসঙ্গত উল্লেখ্য, মিঠাই ধারাবাহিক চলাকালীন তন্বীর সাথে সৌমিত্রিশার ভালই বন্ধুত্ব ছিল। এই সিরিয়ালে প্রথমে খলচরিত্র হলেও পরে মিঠাইয়ের দ্বিতীয় অভিনেত্রী হিসেবে দেখা যায় তন্বী লাহা রায়কে। তবে সিরিয়াল চলা কালীন ভালো বন্ধুত্ব থাকলেও ধারাবাহিকে শেষ হওয়ার পরই দূরত্ব বাড়তে শুরু করে ধারাবাহিকের এই দুই অভিনেত্রী মধ্যে। কিন্তু এই দুঃসময়ে সৌমিত্রীষা আর নিজেকে ধরে রাখতে পারেনি, খোঁজ নিয়েছেন বন্ধুর মানসিক অবস্থার কথা ভেবে। তিনি এও জানিয়েছেন তাদের মধ্যে কোনো বিবাদ নেই।

[আরো পড়ুন :👉 সম্পর্কে তুই না তুমি কোনটা বেশি জরুরি ? ]

শুধু সৌমিতৃষা নয় ধ্রুবজ্যোতি সরকার শোক প্রকাশ করে লিখেছেন, লিখেছেন “কিছু বলার নেই আন্টি তুমি যেখানেই থাকো ভালো থেকো।” অভিনেত্রী দেবলীনা কুমার লিখেছেন “পোস্টটি পড়ে খুব কষ্ট পেলাম। এই ক্ষতি সারাজীবনের। আন্টিকে যতদিন দেখেছি খুব স্নেহময়ী মনে হয়েছে। ওনার শান্তি কামনা করি। আর ভালো থাকিস, শক্ত থাকিস।”

[আরো পড়ুন :👉 দুই বউয়ের স্বামী এক, কিভাবে কাটছে সংসার ? ]

তন্বীর ফেসবুক পেজ দেখতে 👉 https://www.facebook.com/tonnilaharoyofficial/

3 responses to “টলিপাড়ায় বিয়ের আবহ মিটতে না মিটতেই আরেক অভিনেত্রী তন্বী লাহা রয় এর জীবনে নেমে এসেছে শোকের ছায়া । সদ্য মাতৃ হারা হলেন এই অভিনেত্রী । ঠিক কি হয়েছে আসুন জেনে নিই ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts