যারা এ বছর উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে পড়বে বলে ঠিক করেছে। তারা অনেকেই ভাবছে কবে থেকে কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে? কিভাবে বা ফর্ম বিতরণ করা হবে? এই বছর কি সেন্ট্রালাইজ এডমিশন হতে চলেছে?
আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর। কিন্তু সেইভাবে কলকাতা, বর্ধমান, কল্যাণী বা বিদ্যাসাগরের মত বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ গুলিতে ভর্তি সংক্রান্ত কোনো নোটিশ বের হয় নি। গত বছরে ভর্তি প্রক্রিয়া চলেছিল পুরো জুলাই মাস্টা জুড়ে। শেষ হতে আগস্ট হয়ে গিয়েছিল। গত বছর অনলাইনের মাধ্যমে আলাদা আলাদা কলেজে ভর্তির জন্য আলাদা আলাদা ফর্ম ফিলাপ করতে হয়েছিল।
কিন্তু এই বছর সেন্ট্রালাইজ এডমিশন হতে চলেছে এমন মত শিক্ষক মহলের একাংশ মনে করছেন। কি এই সেন্ট্রালাইজ এডমিশন বা কেন্দ্রীভূত ভর্তি প্রক্রিয়া ? আসুন জেনে নেওয়া যাক।
আগে উচ্চ মাধ্যমিক পাসের পর বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীদের গিয়ে গিয়ে ফর্ম তুলে আনতে হত। সেই ফর্ম ফিল আপ করে আবার জমা দিয়ে আসতে হত। এতে ছাত্রছাত্রীদের অনেকটাই ঝক্কি পোহাতে হত। তারপর আসে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি। এতে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে টাকা জমা করে ভর্তি পর্যন্ত পুরো কাজ টা বাড়িতে বসেই করত। এতে বার বার কলেজে গিয়ে লম্বা লাইনের হাত থেকে বাঁচার কষ্ট অনেকটাই লাঘব হয়। গত বছরেও এই ভাবেই ভর্তি চলেছিল।
[আরো পড়ুন: 👉 SBI তে ১২ হাজার নিয়োগ করবে, যারা ব্যাঙ্কে চাকরি খুঁজছেন তাদের জন্য ভাল সুযোগ]
কিন্তু এ বছর শোনা যাচ্ছে সেন্ট্রালাইজ এডমিশন বা কেন্দ্রীভূত ভর্তি প্রক্রিয়া হতে চলেছে। এই প্রক্রিয়াও অনলাইনে করতে হবে।কোথাও যেতে হবে না ছাত্রছাত্রীদের। বাড়িতে বসেই তারা সরকার প্রদত্ত এডমিশন পোর্টাল এর মধ্যে দিয়ে নিজের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে। তবে এই কাজ টা কতক গুলি ধাপে সম্পন্ন করতে হবে তাদের।
প্রথমে তাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের সম্পূর্ণ প্রোফাইল তৈরির কাজ। এটি খুবই সাবধানতার সঙ্গে করতে হবে। এই প্রোফাইল বানানো টাও কতক গুলি ধাপে করতে হবে। যেমন প্রথমে নিজের পরিচিতি। তারপর নিজের সম্পূর্ণ ঠিকানা। তারপর নিজের অবিভাবক পরিচিতি। তারপর নিজের যোগ্যতা। এক্ষেত্রে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর নাম্বার, রোল, রেজিস্ট্রেশন, উত্তীর্ণ হওয়ার বছর সব স্পষ্ট ভাবে উল্লেখ্য করতে হবে। তারপর ডকুমেন্ট আপলোড। তারপর নিজের ছবি ও স্বাক্ষর আপলোড। এই সব প্রক্রিয়া শেষ হলে। নিজের প্রোফাইল প্রস্তুত হয়ে যাবে।
[আরো পড়ুন: 👉 সুপার বাইক অপেক্ষা কোনো অংশে কম নয় এই ভারতীয় বাইক]
এরপর শুরু আসল কাজ। সেটি হলো কলেজ ও বিষয় নির্বাচন। এই ক্ষেত্রে প্রথমে যে কলেজ টি তে ভর্তি হতে চাইছ, সেটি কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে তা নির্বাচন করতে হবে। তারপর কলেজে তারপর বিষয়। এইভাবে একই পোর্টাল থেকে একাধিক ভিন্ন ভিন্ন কলেজ ও একাধিক ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করতে পারবে ছাত্রছাত্রীরা। এই কাজ টি আগে তাদের করতে হতো আলাদা আলাদা কলেজের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ। কিন্তু এবারে একবারই ফর্ম ফিল আপ করে সেই কাজ টি করা যাবে। যাকে বলে এক ছাতার তলায় সবকিছু বা আরো সহজ করে বললে এক শপিং মলে সব পছন্দের জিনিসের সমাহার। সেন্ট্রালাইজ এডমিশন এর এটাই মূল বৈশিষ্ট্য।
[আরো পড়ুন : 👉 সম্পর্কে তুই না তুমি কোনটা বেশি জরুরি ?]
বিগত বছরের মতো এবারেও ফর্ম ফিল আপ করতে কোনো টাকা লাগবে না আশা করা যায়। যাই হোক এখন কবে থেকে এই সেন্ট্রালাইজ এডমিশন প্রক্রিয়া শুরু হবে সেটাই জিজ্ঞাসা। তবে মনে করা হচ্ছে যেহেতু এখন ভোট প্রক্রিয়া চলছে। এর মধ্যে তাই এই ভর্তি প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে না। তবে মে মাসের শেষের দিকে বা জুনের মাঝমাঝি অর্থাৎ ভোট শেষ হলে বা তার ফলাফল ঘোষিত হওয়ার পর এটি শুরু হতে পারে।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে 👉 https://wbresults.nic.in/highersecondary2024/wbhsres24.htm
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 👉 https://svmcm.wbhed.gov.in/
রামকৃষ্ণ মিশন বেলুড়ে ভর্তি হতে 👉 https://vidyamandira.ac.in/ugadmission2024/
Leave a Reply