এই বছর গোটা আইপিএল লিগে সবচেয়ে চর্চা যে বিষয়টি নিয়ে হয়ে চলেছে তা হলো মুম্বাই ইন্ডিয়ান্সের টিমের ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে। অনেক গুলো বছর রোহিত শর্মাই ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। ৫ বার ট্রফিও এনে দিয়েছেন তিনি এই টিমের হয়ে।
খোদ মুম্বাইবাসী রোহিত ছাড়া কাউকে এই টিমের অধিনায়ক হিসেবে ভাবতেই পারেন না , অথচ তার মধ্যেই এই বছর তার বদলে হার্দিক পান্ডিয়া কে অধিনায়ক করেছেন এই টিমের মালিকগণ। এই নিয়ে এই টিমের মধ্যেই নানান রকম অসন্তোষ আমরা সকলের লক্ষ্য করেছি। এমনকি ফ্যানরা এতে খুশি নয় সেটাও বুঝিয়ে দিয়েছেন মাঠের গ্যালারি থেকেই।
তবে গত দিনের কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে অন্য কিছুই ধরা পড়ল ক্যামেরায়। রোহিত শর্মাকে সেদিন দেখা যায় কেকেআরের প্লেয়ারদের ড্রেসিং রুমে বসে গল্প করতে। অনুমান করা হয় কোনো গুরুত্বপূর্ণ মিটিং ও হতে পারে তাদের মধ্যে। বেশ সদা হাস্যমুখেই বসে থাকতে দেখা যায় তাকে। আর এই নিয়েই শুরু হয়েছে জল্পনা।
তবে কি আগামী বছর আইপি এলে আমরা কেকেআরেই দেখতে চলেছি রোহিত শর্মাকে সেই নিয়েও অনেকে ভাবতে শুরু করেছেন। আসল বিষয়টি হলো গত শনিবার ইডেনে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়। সেই সময় রোহিতকে খেলা শুরুর আগে দীর্ঘক্ষণ কেকেআরের ড্রেসিংরুমে দেখা যায় আড্ডা মারতে। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুম ছেড়ে রোহিত প্রতিপক্ষের সাজঘরে বসে আছেন। এই নিয়েই প্রশ্ন উঠেছে। এছাড়াও একটা বিষয় পরিষ্কার মুম্বাইয়ের টিম নিয়ে খুশি নেই রোহিত। সে হয়তো সামনের বছর অন্য টিমে চলেই যেতো সেই সম্ভাবনাই জেনো আরো জোরালো হলো এই ঘটনার পর।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও কেকেআরের প্রাক্তন বোলিং কোচ ও পাক তারকা ওয়াসিম্ আক্রমও দাবি করেছিলেন তিনি পরের মরশুমে কেকেআরে দেখতে পাচ্ছেন রোহিত শর্মাকে। এছাড়াও রোহিত শর্মা নিজেই একবার জানিয়েছিলেন মুম্বই বাদে কোনও দলে খেললে তাঁর পছন্দ কেকেআর। আর তার গত দিনের এই কর্মকাণ্ডে সেই বিষয়টিই যেনো আরো পরিষ্কার হলো।
কেকেআর ফ্যানরা রোহিতকে পেলে যে খুশীই হবে তা বলার অপেক্ষা রাখে না। তাই এখন থেকেই বহু ক্রিকেট প্রেমী অধির আগ্রহে অপেক্ষা করছে সামনের সিজনে অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে দেখার জন্য।