আমাদের জীবনের যে কি মূল্য আমরা সেটা মাঝে মাঝেই ভুলতে বসি। প্রতিদিনের রোজকারের নিয়ম মেনে রোজগারের জন্য হোক পড়াশোনার জন্য হোক আমাদের সকল থেকে রাত অব্দি যেনো একটা তাড়া লেগেই থাকে। কিন্তু এই তাড়া আমাদের জীবনে মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। সেরকমই এক করুন পরিণতি হল এক যুবকের শুধু মাত্র তাড়ার কারণে।
আজ শুক্রবার রোজকারের মত সকাল থেকেই হুগলি জেলার অন্তর্গত শেওরাফুলি জংশনে ব্যস্ততা চোখে পড়ার মতো, আর এর মধ্যেই ঘটে গেলো সেই দুর্ঘটনা।
তখন সময় সাড়ে নয়টা। ডাউন ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি লোকাল শেওড়াফুলির পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। ট্রেন আসতেই লোকের ভিড় যথারীতি। ঠেলাঠেলি হচ্ছে এমন সময় এক যুবক পড়ে যায় ট্রেন লাইনে। হঠাৎ করেই ঘটে যায় ওই কাণ্ড।
স্থানীয়দের কাছ থেকে জানা যায় ওই যুবকটির পা কেটে বাদ চলে গেছে ট্রেনের চাকা পিষে। গুরুতর আহত অবস্থায় তাঁকে শেওড়াফুলি জিআরপি থানার পুলিশকর্মীরা উদ্ধার করেন। ওই যাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। তার সূত্র ধরে আহত যাত্রীর নাম, পরিচয়, বাড়ির ঠিকানা জানার চেষ্টা করে জিআরপি।
যুবকটির বাড়ি সিঙ্গুর থানার অন্তর্গত ছআনি এলাকায়। সকালে সে সিঙ্গুর হাওড়া আন্দোলন ট্রেন থেকে নেমে ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ধরবে বলে গিয়েছিল। কিন্তু ট্রেনটিতে এতটাই ভিড় ছিল যে সে উঠতে পারেনি উল্টে পড়ে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে।
ওই যুবকটির পায়ের নিম্নাংশ কেটে বাদ চলে যায়। এমন অবস্থায় কিছু স্থানীয় ব্যক্তি ও রেল জিআরপিরা মিলে তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করায়।
এই ঘটনাটি সত্যি খুব দুঃখজনক, পাশাপাশি এটাও শিক্ষণীয় যে, যত তাড়া ই থাক নিজের জীবনের এমন ঝুঁকি নেওয়া একেবারেই উচিত নয়।
[আরো পড়ুন:👉 দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার জন্য কী করতে হবে?]
Leave a Reply