আজ বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনাল ম্যাচ ভারত বনাম ইংল্যান্ড। অনেক বেশি মনোযোগী গোটা ইন্ডিয়ান ক্রিকেট টিম। আর এর মধ্যেই প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক পাকিস্তানের একটি নিউজ চ্যানেলে রোহিতের দল নিয়ে বল বিকৃতির অভিযোগ আনেন।
তিনি পাকিস্তানের ২৪ নিউজ চ্যানেলের হাঙ্গামা শো-এ পাক কিংবদন্তি ইনজামাম বলে দিয়েছিলেন, “এটা কেউই অস্বীকার করতে পারবে না যে অর্শদীপ যে ১৫ তম ওভারে বল রিভার্স সুইং করাচ্ছিল। নতুন বলের ক্ষেত্রে রিভার্স সুইংয়ে এটা কি বড্ড তাড়াতাড়ি নয়? ১২-১৩ ওভারে বল রিভার্স সুইং করার জন্য তৈরি করা হয়েছিল।আম্পায়ারদের চোখ-কান খোলা রাখতে হবে। আমরাও রিভার্স সুইংয়ের বিষয়ে অল্প বিস্তর জানি। তাই অর্শদীপ যদি রিভার্স সুইং করাতে পারে। তাহলে নিশ্চয় বলে কিছু একটা কারিকুরি করা হয়েছে।”
আবার পিঠ বাঁচাতে এও বলেন, “বুমরা যদি রিভার্স সুইং করত, তাহলে নয় বোঝা যেত ওঁর অদ্ভুত একশনের জন্য এরকম হচ্ছে। রিভার্স সুইং হওয়ার আগে বল প্রস্তুত করতে হয়। এমন হতে পারে বারবার বলে আঘাত লেগে থাকতে পারে। বারবার চার-ছক্কা হওয়ায় বল রিভার্স সুইংয়ের জন্য তৈরি হয়ে যেতেই পারে। পিচ-ও সেরকম ছিল। তবে যাই হোক না কেন, নজর রাখতে হবে।”
কিন্তু তিনি যে এত বড় অভিযোগ আনলেন এতে মোটেও চুপ করে থাকেন নি ইন্ডিয়ার ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনিও ইঞ্জিকে দিলেন বুঝিয়ে ভালো মতো।
রোহিত ওই প্রাক্তন পাক ক্রিকেটারকে সরাসরি বলেন,“এখানকার উইকেট এত শুকনো। সমস্ত দলই রিভার্স সুইং পাচ্ছে। কখনও কখনও নিজের মনটাকেও সম্প্রসারিত করতে হয়। এটা অস্ট্রেলিয়া নয়।”
প্রসঙ্গত উল্লেখ্য, আজকের সেমি ফাইনাল ম্যাচটি যেমন গুরুত্বপূর্ন সেরকমই অধিক স্ট্রেস ব্যর্থতা আনতে পারে তাই রোহিত সকলকে ইজি থাকতে বলছেন। রোহিত এবার সতর্ক হয়ে বলে দিচ্ছেন, “এটা অন্য ম্যাচের মতই স্বাভাবিক ধরে খেলতে নামব আমরা। সেমিফাইনালের কথা আমরা মাথাতেই আনছি না। একে অন্যের সান্নিধ্য উপভোগ করছি আমরা। এটাই বজায় রাখতে চাই। এটা নকআউট ম্যাচ। এটা যদি আমরা বারবার ভাবি। সেটা মোটেও ভালো হবে না।”
এদিকে গতবারের হার তাদের সকলেরই মনে আছে তাই অনুশীলনে কোনো খামতি না রেখেই ধীর ও স্থির ভাবে এই ম্যাচটি জিততে চান ইন্ডিয়ান টিম। দেখা যাক আজ রাত আটটায় কি অপেক্ষা করছে আমাদের জন্য।
[আরো পড়ুন:👉 বর্তমানে যে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি চলছে একনজরে দেখে নিন]