Collage of various temples from around the world, showcasing unique architectural styles and cultural significance.

বহু প্রাচীন এক রত্ন ভান্ডার হলো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের এই রত্ন ভান্ডার যা বহু দশক ধরে বন্ধ। শোনা যাচ্ছে এই বছর নাকি খুলতে পারে এই ভান্ডারের কক্ষ। আসুন জেনে নিই বিস্তারিত এই বিষয়ে

হিন্দু ধর্মে নানা জাগ্রত দেবতা ও পিঠ এর মধ্যে অন্যতম হলো পুরীর জগন্নাথ মন্দির। প্রতিদিন বহু পর্যটক আসেন জগন্নাথ দেবকে দর্শন করতে। জগন্নাথ দেবের মহিমা অসীম। পুরাণে তার নানা রকম লীলার গল্প আমরা পাই। ওই কাঠের মূর্তিতে যে কি পরিমান প্রাণ আছে তার নমুনা আমরা বার বার পেয়েছি। অনেক বিস্ময়কর কাণ্ড ঘটে এই মন্দির কে ঘিরে আজও।

আর এই মন্দির এত জাগ্রত বলেই ভক্তরা নানা রকম মানত করে থাকে সেই মানত পূর্ণ হলে ঠাকুরের কাছে অনেক কিছু দিয়ে যান। আর এভাবেই তৈরি হয়েছে এক বিশাল রত্ন ভান্ডার। জগন্নাথ দেবের মন্দিরে গোপন কক্ষের প্রায় ৭ টি ঘর নিয়ে এই রত্ন ভান্ডার গঠিত।

জানা যায়, ১৯৭৮ সালের পর থেকে এই রত্ন ভান্ডার কখনও খোলা হয়নি। আর এই বছর অর্থাৎ ২০২৪ এর জুলাই মাসে নাকি সেই রত্ন ভান্ডার খোলা হবে। মোট নয় দিনের জন্য নাকি এই রত্ন ভান্ডার খোলা হবে। এই রত্ন ভান্ডারে আছে অনেক টাকা পয়সা সোনা দানা আরোও কত কি, সেসবের সরকারি দপ্তরের কোনো অডিট এখনো অব্দি নেই।

তাই এই বিধানসভা নির্বাচনে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই রত্ন ভান্ডার খোলার ব্যাপারে কথা বলেছেন। সম্ভবত ৮ই জুলাই এই রত্ন ভান্ডার খোলা হতে পারে, আর্কিওলিজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার এক আধিকারিক এরকমই বার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ওড়িশায় এত দিন নবীন পটনায়কের রাজত্ব চললেও বর্তমানে বিধান সভা নির্বাচনে বিজেপির জয়ী হয়ে ক্ষমতায় এসেছে। আর এই বিজেপির আইন মন্ত্রী জানাচ্ছেন রত্ন ভান্ডার খোলার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অথচ গোটা দেশ এই রত্ন ভান্ডার খোলার দিকে তাকিয়ে।

কারণ এইবারের নির্বাচনে এই রত্ন ভান্ডার খোলা নিয়েই সবচেয়ে বড় ইস্যু তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী অব্দি প্রচারে গিয়ে সেই প্রতিশ্রুতি দেন। তাই এবার সকলে সেই দিকেই তাকিয়ে যে কবে শেষ অব্দি খোলা হবে পুরীর জগন্নাথ দেবের এই রত্ন ভান্ডার।

[আরো পড়ুন:👉 ডায়াবেটিক এবং হার্টের সমস্যায় প্রাত্যহিক পরামর্শ]

[আকর্ষণীয় ডীল:👇 এত কম দামে!]

One response to “বহু প্রাচীন এক রত্ন ভান্ডার হলো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের এই রত্ন ভান্ডার যা বহু দশক ধরে বন্ধ। শোনা যাচ্ছে এই বছর নাকি খুলতে পারে এই ভান্ডারের কক্ষ। আসুন জেনে নিই বিস্তারিত এই বিষয়ে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts