To depict the human element and the relief brought by the rain, include people holding umbrellas or enjoying the rain.-AI generated-khobortobor

আজকের বৃষ্টিতে যেমন রাজ্যবাসী খুব খুশি তেমন এই বৃষ্টি কদিন বহাল থাকবে আসুন জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট।

বহুদিনের অপেক্ষার অবসান। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার পর থেকে আকাশের কালো মেঘ দেখেই সাধারণ মানুষ চাতকের মত একটু বৃষ্টির আশা করেছিলেন । তবে আজ আর আশাহত হতে হয়নি কিছুক্ষণ পরেই কোথাও ঝম ঝম করে কোথাও বা টিপ টিপ করে হলেও বৃষ্টি হয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার দরুন ভ্যাপসা গরম থেকে অনেকটাই স্বস্তি মিলল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, আগামী বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসছে, তা নিয়েও আপডেট দিল হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে, আজ থেকে ২৬ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোনো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কোনও কোনও জেলায় হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি এমনটাও বলা হচ্ছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও ২৬ সে জুন অব্দি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও মালদা, দুই দিনাজপুরে অল্প স্বল্প বৃষ্টি হতে পারে সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া।

এদিকে কলকাতার তাপমাত্রা যে হারে বেড়েছিল তা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। সেখান থেকেও অনেকটা রেহাই পাওয়া যাবে। জানা যাচ্ছে আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি করে কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি করে কমতে পারে বলে মনে করা হচ্ছে।

[আরো পড়ুন:👉 গঙ্গায় কুমির আতঙ্ক। মানুষজনের গঙ্গায় নামা দুষ্কর হয়ে উঠেছে। কোথায় দেখা গেছে কুমির ?আপনার এলাকায় নয় তো?দেখে নিন এক নজরে।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts