woman swallowed python Indonesia - khobortobor

বিশাল পাইথন গিলে ফেললো এক মহিলাকে

বেশ কিছু বছর আগে যখন দা আনাকোন্ডা মুভিটি রিলিজ হয়, হয়তো তখনই আমরা অত মস্ত বড় সাপ প্রথম দেখেছি এমন অনেকেই আছে। কিন্তু ছবিটি শেষ হওয়ার পর এটা ফিল্ম, সত্যি সত্যি এমনটা হয়না ভেবে হেসে উড়িয়ে দিয়েছি। কিন্তু বাস্তবেও এরকমটা হয়! দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে এমন বিশালাকার পাইথন গুলি দেখতে পাওয়া যায় যারা চাইলেই আস্ত আস্ত মানুষদের গিলে ফেলতে পারে।

সম্প্রতি ঘটেছেও তাই। ঘটনাটি ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসী প্রদেশের কালেম্পাং গ্রামে ঘটে। সেখানে বছর ৪৫ এর ফরিদা নামের এক মহিলাকে গত তিন দিন ধরে কেউ কোথাও খুঁজে পাচ্ছিল না। বাড়িতে তার স্বামী ও চার সন্তান। কেউ খুঁজে না পাওয়ায় সেখানের প্রধান সুবর্দি রসিকে জানানো হয়। আরো লোক নিয়ে তল্লাশি চালানো হয় । এবং খুজতে খুজতে পথে ফরিদার কিছু জিনিস দেখতে পেয়ে তারা আরো আশ্বস্ত হয় যে আশ পাশেই হয়তো কোথাও থাকবেন ফরিদা।

এর পর একটু দূরে একটা খালের মধ্যে তাবুর মত পেট নিয়ে একটি পাইথনকে শুয়ে থাকতে দেখে তারা। আর তারা সেটা দেখার পরই নিশ্চিত হয় হয়তো ফরিদাকে গিলে খেয়েছে ওই পাইথন। এর পর স্থানীয় কর্তৃপক্ষদের বলে ওই পাইথনের পেট কাটার অনুরোধ করেন ফরিদার স্বামী। এবং সেই পাইথনের পেট কাটা হলে সত্যি সত্যি ফরিদার মাথা দেখা যায়। শুধু তাই নয় যখন তাকে বের করে আনা হয় সে সমস্ত পোশাক পরেই ছিল সাপটির পেটের ভিতর। দীর্ঘ তিন দিন পর ফরিদাকে পাওয়া গেলেও তাকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, ইন্দোনেশিয়ার মধ্যে এরকম ঘটনা বিরল হলেও বেশ কিছু বছর ধরে এরকম সাপে গিলে খাওয়ার ঘটনা অনেক গুলিই ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। এর আগেও ২০১৭ ও ২০১৮ সালে এমন ঘটনা ঘটেছে। তাই সেখানকার লোকেরা যথেষ্ট আতঙ্কে রয়েছে বলে জানা যাচ্ছে।

One response to “বিশাল পাইথন গিলে ফেললো এক মহিলাকে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts