গোটা বিশ্ব জুড়েই নানা ধাতুর নানা রকমের চাহিদা রয়েছে। চুনি, পান্না, হিরে, সোনা, রূপা আরোও নানান ধরনের ধাতু রয়েছে আমাদের গোটা পৃথিবীতে। তবে এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ সোনা ও রুপোর দিকে বেশী আগ্রহী। তবে এই মূল্যবৃদ্ধির বাজারে সাধ থাকলেও সাধ্যে কুলায় না দামী গহনা কেনার এই সমস্ত ধাতুর।
তবে সম্প্রতি সোনা এবং রূপার মূল্য একটি বিশেষ পতনের মুখোমুখি হয়েছে। সোনার মূল্য ২% এর বেশি কমেছে। এই পতনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরির রিপোর্ট এবং চীনের অর্থনৈতিক ডেটা।
জানা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে চাকরির রিপোর্টে দেখা গেছে যে সেখানের চাকরির বাজার খুবই শক্তিশালী অবস্থায় রয়েছে। অনেক যুবক যুবতীরা স্বাবলম্বী হয়েছেন এই বছর। সমীক্ষা বলছে মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন ৩৩৯,০০০ চাকরি তৈরি হয়েছে, যা আগের বর্ষ গুলির তুলনায় অনেক বেশি।
যা বাজারে অর্থনৈতিক উন্নতির আশার সঞ্চার করেছে ফলে সোনার দামে পতন ঘটেছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, চীনের শিল্প উৎপাদন এবং খুচরা বিক্রির দুর্বলতার তথ্য বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। চীনের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে উদ্বেগের কারণে সোনা এবং রূপার মূল্য আরও কমেছে বলে আন্দাজ করা হচ্ছে। এই মাসে রূপার দাম ৬% এরও বেশি কমেছে।
এবার এমত পরিস্থিতিতে, বাজার বিশেষজ্ঞরা বিশ্বাস করছেন যে অর্থনৈতিক পরিবর্তন এবং ডেটার ওপর নির্ভর করে সোনার মূল্য আরও পরিবর্তন হতে পারে। তাই যারা সোনায় বিনিয়োগ করেন তাদের জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি তাদের বিনিয়োগের ওপর বড় প্রভাব ফেলতে পারে।
শুধু তাই নয় যারা সোনা রূপা পড়তে ভালোবাসেন তাদের জন্যও এটি নিঃসন্দেহে একটি সুখবর। সোনা রূপার মূল্য একটু কমলে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষগুলোও সাধ্যের মধ্যে ছোট খাটো গহনা ক্রয় করতে পারবেন। তাই এটি বিশাল ব্যবসায়ী থেকে শুরু করে সামান্য ক্রেতা সকলের জন্যই ভালো খবর বলে মনে করা হচ্ছে।
- [আরো পড়ুন:👉 ভুলেও এই ৫টি বিষয় বন্ধু কে বলবেন না]
2 thoughts on “শীঘ্রই সোনা ও রুপার দাম কমতে পারে । নেপথ্যে রয়েছে কি কারণ আসুন জেনে নিন এক নজরে”