আমাদের প্রতিনিয়ত কত রকমের কাজ থাকে, কত মানুষের সাথে মিশতে হয় কত গুরুত্বপূর্ণ জায়গায় যেতে হয়। আমরা সেই অনুযায়ী আমাদের পোশাক সিলেক্ট করে থাকি।
কিন্তু পোশাকের রঙের ব্যাপারে অতটা মনোযোগ অনেকেই দেয়না। কিন্তু বিজ্ঞান বলছে কোন কাজে কোন জায়গায় যাচ্ছেন বা কি উদ্দেশ্যে যাচ্ছেন সবটাই পোশাকের রঙের উপরও নির্ভর করে। পোশাকের রঙের উপরও অনেক রকমের মনস্তত্ত্ব কাজ করে।
এই যেমন নেভি ব্লু কালারের পোশাক যেকোনো মানুষের কাছে ফেভার নেওয়ার হলে বা কোনো অফিস ইন্টারভিউ এসব জায়গায় যাওয়ার জন্য ভালো এতে সামনের ব্যক্তি টি অনেক বেশি রিলাক্স বোধ করবেন বলে মনে করা হয়।
পিংক কালারের পোশাক নিজেকে অনেক বেশি কনফিডেন্ট লাগাতে পড়া হয়। দেখতেও লাগে হালকা ও সুন্দর।
ব্লাক ও রেড কালারের ড্রেস কোনো পার্টি বা ফাংশন এসব জায়গায় পড়ার জন্য খুব ভালো। কারণ এটি নিজেকে অনেক বেশি আকর্ষণীয় লাগে।
ইয়েলো রঙের ড্রেস অনেক বেশি হ্যাপি ফিল করায় শান্ত ফিল করায় কারণ এটা নার্ভের উপর বেশ ভালো কাজ করে। তাই নিজের পোশাক বাছুন কি জন্য বা কি কাজে বেরোচ্ছেন তার উপর নির্ভর করে। আপনি অনেক বেশি ভালো বোধ করবেন বলছেন বিশেষজ্ঞরা।
2 thoughts on “কি কাজে বেরোচ্ছেন আপনার ড্রেসিং সেন্স ঠিক আছে তো? জেনে নিন কেমন জামা কাপড় পড়বেন আপনার গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময়।”