ক্রিকেট জগতে আমাদের বাংলার গর্ব বলতে যে মানুষটির কথা বলা হয় তিনি নিঃসন্দেহে আমাদের সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলী। তার সফল ক্রিকেট জীবন আগামী প্রজন্মকে সব সময়ই অনুপ্রাণিত করে। কিন্তু তার এই খেলোয়াড় পরিচয় ছাড়াও আর একটা পরিচয় রয়েছে তিনি একজন সুদক্ষ বিজনেসম্যান। তার পৈতৃক ব্যবসাও তিনি তার খেলার জগৎ থেকে অবসর নেওয়ার পর দেখেন। তার নেক্সট প্রজেক্ট ছিল এই বাংলার বুকেই লৌহ ইস্পাত কারখানা নির্মাণ।
এই কারখানা তৈরি করার জন্য বরাবরই রাজনীতি থেকে সরে থাকা মানুষটা মুখ্যমন্ত্রীর সাথে স্পেনও যান আমরা সকলেই দেখেছি। সেখানে আন্তর্জাতিক এক বাণিজ্য সম্মেলনে সৌরভ ঘোষণা করেছিলেন শালবনিতে লৌহ – ইস্পাত কারখানা করবেন তিনি। জানান জিন্দালদের ইস্পাত কারখানা তৈরির জন্য অধিগৃহীত জায়গাতেই শিল্প করবেন তিনি। কারখানা গড়তে লাগবে ৬ মাস সময়।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৭ সালে জিন্দালদের ইস্পাত কারখানার জন্য প্রায় সাড়ে চার হাজার একর জমি অধিগ্রহণ করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। কিন্তু সিঙ্গুর আন্দোলন পরবর্তীতে সেখানে আর কারখানা করার সাহস দেখাননি জিন্দালরা। সেই জমি ফেরতও নিতে চায়নি স্থানীয় মানুষ। ফলে জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। প্রায় ১ দশক পর ২০১৬ সালে ওই জমির একাংশে সিমেন্ট কারখানা গড়ে ওঠে।
[আরো পড়ুন: জাহ্নবী কাপুরের তামিল সিনেমায় অভিষেক, মহেশ বাবুর বিপরীতে অভিনয়ের সম্ভাবনা]
আর এখানেই সৌরভের লৌহ ইস্পাত কারখানা নির্মাণকে কেন্দ্র করে শিল্পায়নের আশায় নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছিল শালবনি। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও এব্যাপারে কোনও তৎপরতা নজরে না পড়ায় নানা প্রশ্ন উঠতে দেখা যায়। কেনো এখনো শুরু হলো না লৌহ ইস্পাত কারখানা।
আর এই নিয়ে রবিবার এক আলোচনাসভায় নিজেই একথা জানিয়েছেন সৌরভ নিজে। তিনি জানান, শালবনির বদলে গড়বেতায় হতে চলেছে তাঁর ইস্পাত কারখানা। আগামী ৩ – ৪ মাসের মধ্যে ব্যাপারটি ভালো ভাবে জানা যাবে। গড়বেতায় কারখানা হলে কর্মসংস্থান আরও বেশি হবে বলে দাবি সৌরভের ঘনিষ্ঠ মহলের।
শালবনীতে কারখানা না হওয়ার কারণ হিসেবে যে খবরটি উঠে আসছে তা হলো শালবনির জমি নিয়ে জট রয়েছে। ওই জমি হাতে পেতে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন সৌরভ। কিন্তু তাতে কাজ হয়নি। ফলে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন তিনি। তবে মাঝখান থেকে শালবনীর মানুষদের অনেকটাই আশাহত হতে হলো।
[আরো পড়ুন: ব্যাঙ্কে ঢুকলো কেউটে সাপ বন্ধ হল ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম]
1 thought on “সৌরভ গাঙ্গুলীর লৌহ ইস্পাত কারখানা শেষ অব্দি কোথায় হচ্ছে বলে নিশ্চিত হলো? কি বলছেন তিনি? আসুন দেখে নেওয়া যাক এক নজরে।”