আমাদের দৈনন্দিন জীবনে অনেক মানুষের সাথে আলাপ হয়। আশপাশের অনেক মানুষকে নিয়েই আমাদের থাকতে হয়। কিন্তু আপনি যার বা যাদের সাথে মিশছেন বা দিন অতিবাহিত করছেন তারা আপনার জন্য কতটা সঠিক সেটা জেনে নেওয়া ভীষণ জরুরি।
বিশেষ করে আমাদের সমাজে কিছু টক্সিক মানুষ আছে যারা না নিজে ভালো থাকতে জানেন না অন্যদের ভালো থাকতে দেন। আপনার ভালো থাকা এদের চক্ষুশূল হয়ে ওঠে। এই ধরনের মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন।
কিভাবে চিনবেন এই মানুষ গুলোকে। আসুন কিছু উদাহরণ দেওয়া হলো এই ধরনের মানুষরা কেমন হয়।
১. আপনি যদি একজন টক্সিক মানুষের সাথে কথা বলেন দেখবেন তার কোনো কথাতেই পজেটিভ কিছু নেই। সে যা বলছেন সবই নেগেটিভ ।
২. এরা নিজের কথা বলার থেকেও অন্যের কথা বা সমালোচনা করতে বেশি পছন্দ করবে। এর কথা ওকে লাগানো এদের সবচেয়ে প্রিয় কাজ। অন্যের খুঁত ধরতে সর্বদা ব্যস্ত থাকে এরা।
৩. নিজের স্বার্থের জন্য অন্যকে ছোট করতে এরা দুবার ভাববে না।
৪. অত্যন্ত সুবিধাবাদী প্রকৃতির হয় এই মানুষ গুলো। প্রয়োজনে আপনাকে দারুন ভালো প্রমাণ করতে পারেন আবার প্রয়োজন মিটে গেলে আপনাকেই নিচে নামিয়ে আনতে দুবার ভাবেন না।
৫. টক্সিক মানুষেরা সাধারণত নিজেরা কোনো দায়িত্ব নিতে চায় না। এরা অন্যের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিতে ওস্তাদ। আবার সেই দায়িত্ব নিয়েই সমালোচনা করতেও ছাড়ে না।
৬. এরা নিজেদের জীবনে কখনও সুখী হতে পারে না তাই অন্যের সুখী জীবনে এদের সর্বদা নজর থাকে। সেই নিয়ে যতটা পারে কুৎসা রটাতে থাকে। যদি দেখেন আপনার কাছে অন্যের কথা বলছে জেনে রাখবেন আপনার বিষয়েও হয়তো অন্য কাউকে বলছেন।
৭. টক্সিক মানুষেরা নাটক করতে ওস্তাদ তাতে তাদের নাটক ধরে ফেললেও তারা নির্লজ্জের মত নাটক করে অন্যদের অসুবিধায় ফেলতে দুবার ভাবেন না।
৮. এরা আপনার সমস্ত কাছের মানুষদের কাছে আপনাকে খারাপ করে দেওয়ার চেষ্টা করবে যাতে আপনি একা হয়ে যান।
৯. এরা কখনোই কারো সমস্যা বুঝতে চেষ্টা করেন না। নিজেদের সুবিধার জন্য এরা সব করতে পারেন।
[আরো পড়ুন:👉 আপনি কি খুবই চুপচাপ ! চট জলদি মিশতে পারেন না কারুর সঙ্গে ! ঘরে বসেই অর্থ উপার্জনের জন্য এই কাজ গুলো উপযুক্ত হবে]
আমাদের জীবনে টক্সিক মানুষেরা এক অনিবার্য বাস্তবতা, যারা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদের চিনে নিয়ে দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি, কারণ এদের প্রভাব আমাদের সুখী এবং সুষ্ঠু জীবনযাপনে অন্তরায় সৃষ্টি করতে পারে।
পজেটিভ এবং সমর্থনকারী মানুষদের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন, যারা আপনার উন্নতি ও সুখে আনন্দিত হবে। তাই নিজের শান্তি ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে টক্সিক মানুষদের থেকে দূরে থাকুন এবং নিজেকে সুখী রাখুন। জীবনকে ইতিবাচকভাবে উপভোগ করতে এবং জীবনে মানসিক শান্তি বজায় রাখতে এটাই সবচেয়ে ভালো উপায়।
3 thoughts on “আপনার আশেপাশের যে সমস্ত মানুষের সাথে আপনাকে রোজ থাকতে হয় তারা কেমন? টক্সিক নয় তো? টক্সিক হলে কিন্তু বেজায় বিপদে পড়বেন। কেমন হয় এই ধরনের মানুষ আসুন জেনে নিই”