এই বছর ফর্মে থাকা আইপিএল এ অন্যতম দল হলো কেকেআর। তারা সবার আগে প্লে অফ এ পৌঁছেছে। গৌতম গম্ভীরের নেতৃত্ব তাদের সাফল্যের আর একটি কারণ তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত উল্লেখ্য, কেকেআর অনেক কাঠ খর পুড়িয়ে গৌতম গম্ভীরকে আইপিএলে তাদের টিমের মেন্টর হিসাবে নিয়ে আসতে পেরেছে। গত দু’বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর আর দু’বারই লোকেশ রাহুলের দল প্লে-অফে উঠেছিল। তাই এবার শাহরুখ খান যেভাবেই হোক কেকেআরে তাকে নিয়ে এসেছেন। আর তিনি তার দলের জন্য যে ভুল নির্বাচন করেন নি সেটা তাদের সাফল্য দেখেই বোঝা যাচ্ছে।
কিন্তু এখন শোনা যাচ্ছে ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ এবার জাতীয় ক্রিকেট কোচ হিসেবেও গম্ভীরকেই চাইছেন। আইপিএলে মেন্টর হিসাবে গম্ভীরের সাফল্যই তাঁর সম্পর্কে উৎসাহী করেছে বোর্ড কর্তাদের। তাছাড়া ক্রিকেট নিয়ে গৌতম গম্ভীর কতটা স্বচ্ছ সেটাও সকলেরই জানা।
[আরো পড়ুন:👉 রেমাল ঘূর্ণিঝড়ের সময় কি করবেন আর কি করবেন না?]
তাই বিসিসিআই ভারতীয় দলের জন্য কেমন কোচ চায়, তা পরিষ্কার করে দিয়েছেন সচিব জয় শাহ। এবং সেই চাহিদা এবং বোর্ডের বিজ্ঞাপন অনুযায়ী যোগ্যতা গম্ভীরের রয়েছে। জানা যাচ্ছে স্বয়ং বিরাট কোহলি নিজে বোর্ডকে সাজেস্ট করেন ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরকে।
কিন্তু এত সব কিছুর মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে কেকেআরের সাথে চুক্তি। কারণ শাহরুখ কি গম্ভীরকে ছাড়তে রাজি হবেন? তবে কেকেআর সূত্রের খবর, দেশের স্বার্থে নারাজ হবেন না বলিউড কিং।
দিল্লি উত্তর কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ গম্ভীর আপাতত ক্রিকেট নিয়ে থাকতে চান। তাই এ বার নির্বাচনে প্রার্থী হননি। ভারতীয় দলের দায়িত্ব পেলে সারা বছর ক্রিকেট নিয়ে থাকতে পারবেন। কেকেআরের হয়ে কাজ করার সুযোগ সেখানে বছরে মাস তিনেক।
[আরো পড়ুন:👉 ভারতীয় কোম্পানি স্পন্সার করবে টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের ক্রিকেট টিমের ড্রেস]
গম্ভীর ঘনিষ্ঠ মহলে ভারতীয় দলের কোচের চাকরির জন্য আবেদন করার হালকা ইঙ্গিত দিয়েছেন বলে খবর। তবে শাহরুখের সঙ্গে কথা বলার পরই সরকারি ভাবে যা করার করবেন। সব কিছু ঠিক থাকলে দ্রাবিড়ের পর রোহিত শর্মার দলের দায়িত্ব নিতে পারেন গম্ভীর। সে ক্ষেত্রে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করা প্রাক্তন ক্যাপ্টেনকে আবার হয়তো কেকেআর ছাড়তে হবে বলে মনে করা হচ্ছে।
2 thoughts on “বিসিসিআই এর নতুন কোচ হওয়ার সুযোগ কার হতে চলেছে ? কাকে ভাবতে চলেছেন আগামী দিনের জাতীয় ক্রিকেট দলের কোচ জয় শাহর বোর্ড ?”