চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমজুরহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক আহ্বায়ক জমির উদ্দীন (৫৩), হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম (৩৮) ও যুবলীগ নেতা ইকবাল (৪০)। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজের সঙ্গে জমির উদ্দীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আগামী ২৩ এপ্রিল উপজেলা যুবলীগের ইফতার পার্টির আয়োজন করার কথা রয়েছে। ইফতার পার্টিতে স্থানীয় এক মুক্তিযোদ্ধাকে দাওয়াত দিয়ে ফেরার সময় রাত সাড়ে ১০টার দিকে শাহাদাত হোসেনের অনুসারীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় শিবির ক্যাডার সোহেল, ছোট লিটনসহ ১০-১২ জন তাদের ওপর গুলি চালায়। এতে তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তারা ২৪ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।