যশোরে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মাহির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুরে যশোর সদর উপজেলার চাঁচড়া হঠাৎপাড়া আশ্রয়ণ প্রকল্পের সামনের পুকুরে পড়ে তার মৃত্যু হয়।
নিহত মাহির ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোড়াদাহ গ্রামের মুনসুর সরদারের ছেলে।
শিশুটির নানা আলম সরদার বলেন, আমরা আশ্রয়ণ প্রকল্পে থাকি। তিনদিন আগে নাতি মাহির আমাদের বাড়িতে বেড়াতে আসে। মাহির খেলা করতে করতে কখন বাসার সামনে পুকুরে ডুবে গেছে কেউ বুঝতেই পারিনি। বেলা ১১টা থেকে মাহিরকে না দেখে খোঁজাখুঁজি করি। দুপুর ২টার দিকে পুকুরে মাহিরের নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহম্মেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
মিলন রহমান/কেএসআর