শাড়ি পরে সেজেগুজে কোথাও বেড়াতে বেরিয়েছেন। রাস্তায় খিদে পেয়ে গেল।এ পরিস্থিতিতে খিদে কমাতে পারে আপনার পরনের শাড়ি। অবাক হলেও সত্যি। এমন শাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের কেরালার শিল্পী আনা এলিজাবেথ জর্জ।
অভিনব এ শাড়ি পরা তো যাবেই সেইসঙ্গে পেটও ভরাতে পারবেন। আনার তৈরি শাড়ি সাড়ে পাঁচ মিটার। ১০০টি স্টার্চের ওয়েফার কাগজ জোড়া লাগিয়ে ‘কাসাভু’ ডিজাইনের শাড়িটি তৈরি করেছেন তিনি। এ স্টার্চের ওয়েফার সাধারণত কেকে ব্যবহার হয়। কেরালাতে ‘কাসাভু’ ডিজাইনের শাড়ি তৈরি হয়। একদিন তার মায়ের ‘কাসাভু’ ডিজাইনের শাড়ি দেখেন আনা। তারপরই এমন ডিজাইনের শাড়ি তৈরির কথা মাথায় আসে তার।
ওই শিল্পী বলেন, খেতে পারা যাবে এমন শাড়ি তৈরির ইচ্ছা হয় একটি রুমাল দেখে। আনার দাবি, ছোটবেলায় একজনকে এমন রুমাল তৈরি করতে দেখেছিলেন। তারপর থেকে ইচ্ছা মনে দানা বাঁধে। সেই ইচ্ছাপূরণই হল ওনাম উৎসবের সময়। নিজেই ইনস্টাগ্রামে শাড়ির ভিডিও শেয়ার করেছেন, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আনার শাড়ি তৈরিতে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। তবে আনার তৈরি বিশেষ শাড়ি জনসাধারণ কিনতে পারবেন কিনা সে বিষয়ে কিছুই জানায়নি শিল্পী।