
টাকা নিয়ে অসাধারণ কবিতা বর্ণনা করেন স্যার মোঃ আব্দুল ওয়াদুদ
কবিতাঃ"টাকা"
*কবিঃ মোঃ আব্দুল ওয়াদুদ*
***********************
টাকা,তুমি কেন এতো কৃপণা?
তোমাকে চেনার আছে কী কারো অজানা?
ধনীর পকেটে তুমি যাও সহসাই।
কাঙ্গালের কাছে যেতে কেন অসহায়?
বড়লোকেরা যখন গড়েছে টাকার পাহাড়,
অসহায়দের তখন দেখি কত হাহাকার।
অজ্ঞরা টাকা দিয়ে কিনে সম্মান,
বিজ্ঞরা শিক্ষায় রক্ষা করে মান।
সুদ,ঘুষের কাজে কেন হও তুমি ব্যবহার?
এসবের কাছ থেকে কবে পাবে নিস্তার?
প্রতারকরা তোমাকে করেছে যত কালো।
মূখের জোড়ে সমাজে হতে চায় ভালো।
চোর,বাটপারেরা কালো টাকায় ভরেছে সিন্ধুক।
অভিযান চালিয়ে তাদের বুকে মার বন্দুক।
টাকার জন্য কতজন হচ্ছে অপহরণ।
মুঠোফোনে দাবি করছে লক্ষ টাকা পণ।
পণের জন্য কত নারীর ভেঙেছে সংসার।
জীবন প্রদীপ নিভে হচ্ছে ছাড়খাড়।
এবার ছাড় তোমার যত অহংকার।
নইলে পরিনতি হবে মহা ভয়ংকর।