
কবিতার মধ্যে মনের প্রতাশা
কবিতা:প্রত্যাশী
কবি:আবু শামিন
******---*-******
বড় ইচ্ছে করে
তোমার হাতটি ধরে,
ঘুরি মুক্ত গগন পানে
কিংবা নদীর তীরে।
নদীর ধাঁরে বালুর চরে
সূর্যের রশ্মির ঝিলিক মারে,
তোমার মুখটি ফুটে ওঠে
সেই ভালবাসার ছলে।
আবার আশিব ফিরে
যখন রবি লগ্ন যাবে,
পক্ষী গুলো পাক্ষ মেলে
ফিরবে তাদের নীড়ে।
রাতের বেলা তাঁরার দেশে
আমরা দুজন যাব মিশে,
হাজার তাঁরার মাঝে আমি
তোমায় খুজে নিব শেষে।
আবার যখন ভোর হব
বিহঙ্গ সেই কলরবে,
ঘুম ভাঙ্গিয়ে যাবে আমার
তোমায় ভালবেসে।